You dont have javascript enabled! Please enable it! 1952.04.06 | গণপরিষদে রাষ্ট্রভাষা সংক্রান্ত আলােচনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত - সংগ্রামের নোটবুক

গণপরিষদে রাষ্ট্রভাষা সংক্রান্ত আলােচনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১০ই এপ্রিল আজ গণপরিষদের ৪-১২ ভােটে রাষ্ট্রভাষা সংক্রান্ত প্রশ্নের আলােচনা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখা হইয়াছে।
এই প্রসঙ্গে যে প্রস্তাব গৃহীত হয় তাহাতে বলা হইয়াছে যেহেতু রাষ্ট্রভাষা সংক্রান্ত ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত হয় নাই এবং যেহেতু ইহার আশু প্রয়ােজনীয়তা এখনও দেখা দেয় নাই। সেহেতু এই মর্মে প্রস্তাব করা হইতেছে যে, যথাসময়ে বিষয়টি গণপরিষদে উপস্থিত হইলে পর সিদ্ধান্ত করা হইবে।
অন্যান্যদের মধ্যে মিঃ অক্ষয় কুমার দাস, মিঃ ধনঞ্জয় রায় এবং মিঃ ভাণ্ডারী উহা মুলতবী রাখার প্রস্তাব করেন।
পূর্ববঙ্গে সাধারণ নির্বাচন বিল পীরজাদা আবদুস সাত্তার কতৃক উত্থাপিত সংশোধনী প্রস্তাব সম্পর্কে ভােট গ্রহণের উপর বয়স্ক ভােটাধিকারের ভিত্তিতে বৃহত্তর পূর্ববঙ্গ পরিষদের সদস্য নির্বাচনের ব্যবস্থা সম্বলিত একটি বিল সম্পর্কে পরিষদে আলােচনা শুরু হয়। বিলে তফসিলী সম্প্রদায়ও বৌদ্ধদের জন্য স্বতন্ত্র নির্বাচনের ব্যবস্থা করা হইয়াছে। বিলটি সম্পর্কে আলােচনা শেষ হইবার পূর্বেই পরিষদের অধিবেশন অদ্যকার মত শেষ হয়।
ঢাকা প্রকাশ
৬ এপ্রিল, ১৯৫২
পৃ. ৫

সূত্র: ভাষা আন্দোলনের দলিলপত্র – রতন লাল চক্রবর্ত্তী সম্পাদিত