You dont have javascript enabled! Please enable it! 1952.04.06 | পুলিশের গুলিবর্ষণ সম্পর্কে তদন্ত আরম্ভ | ভাষা আন্দোলন - সংগ্রামের নোটবুক

পুলিশের গুলিবর্ষণ সম্পর্কে তদন্ত আরম্ভ

মঙ্গলবার চারজন সরকারী সাক্ষীর জবানবন্দী গ্রহণ। ঢাকা ৮ই এপ্রিল বিচারপতি মিঃ এলিস অদ্য ঢাকা কমিশনার্স কোর্টের রুদ্ধদ্বার কক্ষে ঢাকায় পুলিশের ২১শে ফেব্রুয়ারি তারিখের গুলিবর্ষণ সম্পর্কে তদন্ত শুরু করিয়াছেন।
প্রকাশ অদ্য চারজন সরকারী সাক্ষীর জবানবন্দী গ্রহণ করা হইয়াছে। তদন্ত কার্য্যের সুবিধার জন্য বিচারপতি মিঃ এলিস ঢাকা হাই কোর্টের সৈয়দ আবদুল গনির সাহায্য গ্রহণের সিদ্ধান্ত করিয়াছেন। এডভােকেট জনাব হামুদুর রহমান সংশ্লিষ্ট গভর্নমেন্ট অফিসারদের পক্ষ সমর্থন করিতেছেন।
গভর্নমেন্ট নিজে এ ব্যাপারে কোন সংশ্লিষ্ট পক্ষ নহেন। এবং তাহারা নিজেদের তরফে কোন উকিলও নিয়ােগ করেন নাই। এখন হইতে শুনানী চলিবে।
ঢাকা প্রকাশ
৬ই এপ্রিল, ১৯৫২
পৃ. ৬

সূত্র: ভাষা আন্দোলনের দলিলপত্র – রতন লাল চক্রবর্ত্তী সম্পাদিত