You dont have javascript enabled! Please enable it! 1952.04.06 | কায়েদে আজমের আদর্শের পরিপ্রেক্ষিতেই ভাষা প্রশ্নের মিমাংসা হওয়া কর্তব্য - সংগ্রামের নোটবুক

কায়েদে আজমের আদর্শের পরিপ্রেক্ষিতেই ভাষা প্রশ্নের মিমাংসা হওয়া কর্তব্য
খাতুনে পাকিস্তান মিস ফাতেমা জিন্নার বিবৃতি

৮ই এপ্রিল—গতকল্য সন্ধ্যায় করাচী মেডিকেল কলেজে শিশু প্রদর্শনীতে বক্তৃতা প্রসঙ্গে খাতুনে পাকিস্তান মিস ফাতেমা জিন্না বলেন যে, উদার দৃষ্টিভঙ্গী লইয়া এবং প্রকৃত পাকিস্তানীরূপে সমস্ত বিরােধমূলক বিষয়ের বিচার করিতে হইবে। তিনি বলেন যে, ভাষা সমস্যার ন্যায় বিরােধের ব্যাপারে কায়েদে আজম নির্দেশিত আদর্শের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করাই প্রত্যেকের কর্তব্য।
মিস জিন্ন। পাকিস্তানের শিক্ষিত ও যুবসমাজের প্রতি কায়েদে আজমের আদর্শে পরিচালিত হইবার আবেদন জানান।
প্রসঙ্গত উল্লেখযােগ্য যে, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হইবে না বাংলা হইবে না উভয় ভাষাই হইবে তৎসম্পর্কে ইতিপূর্বে তিনি কোন মন্তব্যই করেন নাই।
ঢাকা প্রকাশ
৬ই এপ্রিল, ১৯৫২
পৃ.৬

সূত্র: ভাষা আন্দোলনের দলিলপত্র – রতন লাল চক্রবর্ত্তী সম্পাদিত