You dont have javascript enabled! Please enable it! 1952.04.06 | ৮ই এপ্রিল গণপরিষদে ভাষা প্রস্তাব আলােচনার দিন ধার্য্য - সংগ্রামের নোটবুক

৮ই এপ্রিল গণপরিষদে ভাষা প্রস্তাব আলােচনার দিন ধার্য্য

ওয়াকেফহাল মহল হইতে জানা গিয়াছে যে, আগামী ৮ই এপ্রিল গণপরিষদে রাষ্ট্রভাষা সংক্রান্ত প্রস্তাব আলােচিত হইবে বলিয়া দিন স্থির হইয়াছে। প্রকাশ, পূর্ববঙ্গের যে সব সদস্য প্রাদেশিক ব্যবস্থা পরিষদের অধিবেশনে ব্যপৃত থাকায় এখনও করাচী যাইতে পারেন নাই। তাহারা ঐ সময়ের বহুপূর্বে অর্থাৎ ৩০শে মার্চের মধ্যেই সেখানে পৌছিতে পারিবেন।
ওয়াকেফহাল মহল আরও বলেন যে, রাষ্ট্রভাষা সম্পর্কে ঐদিন চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হইবে বলিয়া মনে হয় না।
তিনটি বেসরকারী প্রস্তাব করাচী ২৬শে মার্চ। নির্ভরযােগ্য সূত্রে জানা গিয়েছে যে, বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবী জানাইয়া যে তিনটি সরকারী প্রস্তাবের নােটিশ দেওয়া হইয়াছে সেগুলি গণপরিষদের আলােচ্য তালিকাভুক্ত হইয়াছে। তবে প্রেসিডেন্ট এখনও সেগুলি উত্থাপনের অনুমতি দান করেন নি প্রস্তাবয়ের দুইটি আনয়ন করিতেছেন জনৈক কংগ্রেসী সদস্য।
ঢাকা প্রকাশ
৬ এপ্রিল, ১৯৫২
পৃ. ৭

সূত্র: ভাষা আন্দোলনের দলিলপত্র – রতন লাল চক্রবর্ত্তী সম্পাদিত