You dont have javascript enabled! Please enable it! 1952.04.13 | ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাশ আরম্ভ | ভাষা আন্দোলন - সংগ্রামের নোটবুক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাশ আরম্ভ

প্রায় দুই মাস কাল বন্ধ থাকার পর গতকল্য (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয় খুলিয়াছে। বিশ্ববিদ্যালয়ের সাথে সব কয়টা ছাত্রাবাস খুলিলেও গতকল্য (বুধবার) পর্যন্ত সকল ছাত্র ঢাকায় আসিয়া পৌছায় নাই বলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সংখ্যা খুবই কম দেখা যায়। যে অল্প সংখ্যক ছাত্র গতকল্য বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন তাহারা এক সভায় সমবেত হইয়া ভাষা আন্দোলনে ধৃত ছাত্রদের মুক্তি দাবী করেন।
ঢাকা প্রকাশ
১৩ এপ্রিল, ১৯৫২
পৃ. ৫

সূত্র: ভাষা আন্দোলনের দলিলপত্র – রতন লাল চক্রবর্ত্তী সম্পাদিত