সম্পাদকীয়
পূর্ব পাকিস্তানের অধিবাসীরা মনে করে বাংলাই তাহাদের মাতৃভাষা। মাতৃভাষার মাধ্যমেই শিক্ষাদান হয়। কাজেই বাংলার পরিবর্তে অন্য কোন ভাষা গ্রহণ করিতে তাহারা নারাজ। ইহা অতি স্বাভাবিক। এবারকার আদমশুমারীর রিপাের্টে প্রকাশ, পূর্ববাংলার লােকসংখ্যা পাকিস্তানের সমস্ত অধিবাসীর ৫৬ ভাগেরও অধিক। এই গরিষ্ঠ জনসাধারণের ভাষাকে রক্ষা ও সমৃদ্ধ করা প্রত্যেক পাকিস্তানীরই কর্তব্য। আরবী হরফে বাংলা লিখিবার আন্দোলনকে ও সমর্থন করা যায় না, যেহেতু উহাতে বাংলা ভাষা নিজস্ব বৈশিষ্ট্য হারাইয়া ফেলিবে। আবার বাংলা ভাষায় যাবতীয় বই পুস্তক আরবী হরফে লিখা একেবারে লিখা অসম্ভব না হইলেও, বিরাট ব্যাপার বটে।
ঢাকা প্রকাশ,
১৫ ও ২২ এপ্রিল, ১৯৫১,
পৃ. ৩।
সূত্র: ভাষা আন্দোলনের দলিলপত্র – রতন লাল চক্রবর্ত্তী সম্পাদিত