পূর্ববঙ্গ ভাষা কমিটি
পূর্ববঙ্গ সরকার মৌলানা মহম্মদ আকরাম খা সাহেবকে সভাপতি এবং কবি গােলাম মােস্তফা সাহেবকে সম্পাদক করিয়া একটি ভাষা কমিটি গঠন করিয়াছেন বলিয়া জানা গিয়াছে। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, জনাব মুহম্মদ হাবিবুল্লাহ বাহার, অধ্যক্ষ শেখ শরফুদ্দীন, জনাব আবুল কালাম শামসুদ্দীন ও মৌলানা আবদুল্লাহিল বাকী কমিটির সদস্য মনােনীত হইয়াছেন।
ঢাকা প্রকাশ
৫ ডিসেম্বর, ১৯৪৮
পৃ. ১
সূত্র: ভাষা আন্দোলনের দলিলপত্র – রতন লাল চক্রবর্ত্তী সম্পাদিত