You dont have javascript enabled! Please enable it! 1948.03.28 | নূতন সরকারি নিয়ােগ | ভাষা আন্দোলন - সংগ্রামের নোটবুক

নূতন সরকারি নিয়ােগ

পূর্ববঙ্গের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন সাহেব তাঁহার বিরােধী লীগ সদস্যদের সহিত এক মীমাংসায় উপস্থিত হইয়াছেন বলিয়া জানা গিয়াছে। বিরােধীদলের বিশিষ্ট সদস্য সমগ্র বাঙ্গলার ভুতপূর্ব অর্থ সচিব জনাব মুহম্মদ আলীকে বহ্মদেশে রাষ্ট্রদূতের পদে নিযুক্ত করা হইবে বলিয়া স্থির হইয়াছে। বাংলা ভাষার পক্ষে আন্দোলনকারী ছাত্রদের ভরসাস্থল জনাব তােফাজ্জল আলীকে মন্ত্রীসভায় গ্রহণ করা হইবে। খুলনার বিশিষ্ট সদস্য তরুণ লীগ নেতা জনাব সবুরকে গ্রহণ করা হইবে বলিয়া জানা গিয়াছে। বহুদিন হইতেই জনাব সবুর লীগ মন্ত্রীসভাকে প্রগতিশীল নীতি অনুসরণের কথা বলিয়া আসিতেছেন। ডাঃ আবদুল মালেক ও নাজিমুদ্দীন বিরােধীদলে বিশিষ্ট স্থান অধিকার করিয়াছিলেন। তাহাকে কলিকাতার পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার নিযুক্ত করা হইবে বলিয়া নাকি স্থির হইয়াছে।
ঢাকা প্রকাশ
২৮ মার্চ, ১৯৪৮
পৃ. ২

সূত্র: ভাষা আন্দোলনের দলিলপত্র – রতন লাল চক্রবর্ত্তী সম্পাদিত