You dont have javascript enabled! Please enable it! 1971.10 | চরমপত্র - সংগ্রামের নোটবুক

অক্টোবর ১৯৭১

কুফা। পাকিস্তান থাইক্যা আবার কুফা খবর আইতাছে। বঙ্গাল মুলুকে গড়বড় হওনের গতিকে পাকিস্তানের কলকারখানায় লাল বাত্তি জ্বলতে শুরু করছে। ন্যাশনাল টায়ার এ্যান্ড রবার কোম্পানিতে হেই কারবার হইয়া গেছে। মানে কিনা হেইখানে আইজ-কাইল ভােমা সাইজের তালা ঝুলছে। পাকিস্তান টোবাকো কোম্পানি- যেখানে ছিকরেট বানায়, হেই কোম্পানিতেও মাত্র একদিনেই এক হাজার মজদুররে আসলামালাইকুম কইছে। মানে কিনা মাফ চাই মহারাজ এলায় রাস্তা মাপবার পারেন। পজিশন অক্করে আমাগাে ক্ষেমতার বাইরে গ্যাছেগা। করাচীর মিল-ফ্যাক্টরির থনে এ্যার মাইদ্দেই হাজার হাজার মজদুর বেকার হইয়া পড়ছে। বঙ্গাল মুলুক থাইক্যা যেই সব ডাহিনা মুড়া দিয়া লিখইন্যা ব্যবসায়ী শিল্পপতি বিচ্ছুগুলার খাতির জমা কারবারে ভাগােয়া হইয়া আছিলাে, হেরা অখন পাকিস্তানের ক্যাডাবেরাস্ অবস্থা দেইখ্যা পূর্বআফ্রিকা, বাহরায়েন, কুয়েত ভাগবার তাল তুলছে।
লাহাের, রাওয়ালপিন্ডি, লায়ালপুর, শিয়ালকোট, এলাকার মিল ফ্যাক্টরিগুলাতেও মালিকরা ধেনাধন্ Lock-out শুরু করছে। ভােমা ভােমা সাইজের মালিকগুলা মজদুরগাে গাবুয়া পিডানীর ডরে মিলের দরজায় তালা দিয়া ভাগতাছে। মালপত্রের বিক্রি-পাট্টা বন্ধ হওনের গতিকেই এই অবস্থার সৃষ্টি হইছে। পাকিস্তান আইজ-কাইল অক্করে বেকারস্থান হইয়া গ্যছে। এই রকম একটা অবস্থায় কোরেশী নামের এক পাঞ্জাবি বেকার পােলায় হেইদিন করছে কী? রাওয়ালপিন্ডিতে যাইয়া আমার কান্দন আইতাছে, কমু না, কমু না?- কইতাছি, কইতাছি, কইতাছি। কাপড় ধইর্যা টাইনন না, কাপড় ধইর্যা টাইনেন না। হেই বেডায় ঠিক বাইছ্যা বাইছ্যা এম.এম. আহম্মকের ঘরে ঢুইক্যা ইয়া আলীর কারবার কইরা দিলাে। একটা চকা ছােরা আহম্মকের পেটের মাইদ্দে হান্দাইয়া দিলাে।
ছক্কু মিয়া হাতের আঙ্গুলের থনে বেবাক চুনা একবারে মুখের মাইদ্দে দিয়া কোঁত কইরা মুখের পানের পিকগুলা গিইল্যা খাইয়া আস্তে কইরা কইলাে, এই কোরেশী ব্যাডায় আহম্মকরে চিনলাে কেমতে? সাইডের থনে মেরামত মিয়া অক্করে ফাল্ পাইড়া উডলাে, আরে এই ছলু মিয়া, থুঃ- হেইডা তাে আবার ঠ্যাটা মালেকার মন্ত্রী হইয়া গ্যাছেগা। এই ছক্কু মিয়া, লেখাপড়া তাে আবার শিখি নাই- মানচিত্র বুছছেমানচিত্র থাইক্যা নিছে। ছক্ক তখনাে হা কইর‌্যা রইছে। আমি কইলাম, আবে এই ছ, মুখ বন্ধ কর- মাছি হান্দাইবাে। মানচিত্রের Meaning ডা আমি কইয়া দিতাছি। মানচিত্র মানে হইতাছে তসবির- মানে ফটো। লাহােরের ইমরােজ কাগজের মাইদ্দে আহম্মক সা’বের ফটো বারাইছিল। হেই ফডােওয়ালা কাগজটা বগলে লইয়া এই কোরেশী রাওয়ালপিন্ডিত গেছিলাে। তারপরে বুঝতেই পারতাছােস্! খতির জমা কারবার হইয়া গেল। ব্যায় আহম্মক এখনাে নাকি মেলেটারি হাসপাতালে ফলসিং দম লইয়া বাঁইচ্যা আছে। করাচীর থনে ফিইরা আইস্যাই হেইদিন সেনাপতি ইয়াহিয়া আহম্মকটারে দেখতে গেছিলাে।
হ-অ-অ-অ এইদিক্কার কারবার হুনছেন নি? ছকু অক্করে ফাল্ পাইড়া উডলােহুনছি, হুনছি এইদিক্কার কারবার হুনছি। এইদিকে স-অ-ব অক্করে Normal। ছক্কর কথায় আমি অক্করে থ’ বইন্যা গেলাম। তয় কি ঠ্যাটা মালেকায় আবার নতুন ট্রিক্স করলাে নাকি? ছক্ক তার খয়েরী রং-এর দাঁতগুলা বাইর কইর‌্যা একটা বাইশ হাজার টাকা দামের হাসি দিয়া কইলাে, ছ্যার, আপনারেও কেমন ভােগা মারলাম। ছয়মাস ধইর্যা যা’ দেখতাছি তাতে মনে হইতাছে, বঙ্গাল মুলুকে বিচ্চুগুলার কায়কারবার মানে কিনা ডিনামাইট, Hand granade দিয়া রাস্তাঘাট, রেল লাইন, ব্রিজকালভার্ট উড়ানাে, মাইন দিয়া জাহাজ-স্টিমার ডুবানাে, বেশুমার মছুয়া-রাজাকার হত্যা আর একটার পর একটা এলাকা মুক্ত করাটাই তাে’ Normal কারবার। ক্যামন বুঝতাছেন? বঙ্গাল মুলুকে অক্করে Normal হওনের অবস্থার মানেটা কী? তাই কইছিলাম বঙ্গাল মুলুকে বিচ্ছুগুলাও Normal কারবার করতে চায়, ঠ্যাটা মালেকা-পিয়াজীও Normal করতে চায়। অখন দুই Normal-এর মাইদ্দে তুফান পাইট চলতাছে। ছকুর বুদ্ধি দেইখ্যা আমি অক্করে অবাক হইয়া গেলাম।
দিন দিন বেডার Brain টা খােলতাই হইতাছে। এইদিকে দুইডা খবর এক লগে আইছে। কোটা থুইয়া কোনটা কই? বিচ্ছুগুলা একটা খুবই খারাপ কারবার করছে। দিন কয়েক একটা ছেরাবেরা কারবারের খবর চাপিস কইরা থুইছিল। জাতিসংঘের সাধারণ অধিবেশন বহনের লগে লগে এই খবর তওফা’ মানে কিনা উপহার দিছে। মুক্তি বাহিনীর বিচ্ছুগুলা ঠিক হিসাব কইর‌্যা এর মাইদ্দে খুলনা জেলার মঙ্গলা পাের্টে আহারে- একটা Normal কারবার করছে। বাইছ্যা বাইছা মার্কিনী জাহাজ ইউ.এস.এস. নাইটিঙ্গেল’রে মাইন দিয়া উড়াইছে আর পাকিস্তানী জাহাজ ‘আল মুরতাজা’রে অক্করে হােড়ল কইরা দিছে। হেইডার মাইদ্দে ঘল ঘল কইর‌্যা পানি হান্দাইতাছে। হেই-ই যে ঠ্যাটা মালেক্যয় পিয়াজী সা’বরে সাজিশন করছিল, রাস্তাঘাট আর রেল লাইনের ছেছুছেরা অবস্থা হওনের গতিকে দরিয়া দিয়া যাতায়াত শুরু করলে কেমন হয়? এইডা তারই জবাব। আকা আমাগাে সেরকাটু মােহাম্মদ তপন ঝাইড়া খাড়ায়া পড়লাে। কইলাে, ভাইসাব মনে হইতাছে, এই বিক্ষুগুলা ইচ্ছামতাে কারবার করতাছে। আমার বিশ্বাস আল্লায় হগল রাজাকার আর মছুয়াগাে মউত এই বঙ্গাল মুলুকে হইবাে বইল্যা লিইখ্যা থুইছে। না হইলে যতই দিন যাইতাছে, ততই এই বিচ্ছুগুলার ক্ষেমতা বাড়তাছে কেমতে? এর মাইদ্দে আবার কইছে মুক্তি বাহিনীর জন্য অফিসার রিক্রুটমেন্ট শুরু হইছে। তয় কি আসল মাইর এখনও শুরু হয় নাইক্যা? এদ্দিন ধইর্যা বিচ্ছুগুলার নমুনা কায়কারবারেই মুছুয়াগুলা হুইত্যা পড়ছে। আসল জিনিষ শুরু হইলে না জানি কী হয়? হেইদিকে বলে মুক্ত এলাকায় আরাে হাজারে হাজারে বিক্ষু তৈরী। হইতছে।’ সেরকাটু মােহাম্মদ গলার মাইদ্দে একটা জোর খ্যাকারানী মাইরা কইলাে, ‘ভাইসাব, আর একটা খবর তাে কইলেন না?”
আঃ হাঃ! চেইতেন না, চেইতেন না। কইতাছি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে জঙ্গী সরকার একটা জব্বর টিম পাঠাইছে। পয়লা নম্বরেই হইতাছে চুষ-পাজামা ছিরিহট্ট নিবাসী মাহমুদ আলী। এই বারের ইলেকশনে বঙ্গাল মুলুকে হারু মেম্বারগাে মাইদ্দে ফার্স্ট। মানে কিনা সেনাপতি ইয়াহিয়া যখন Order দিলাে সবচেয়ে কম ভােট পাওয়াইন্যা বেডারে আমার দরকার। ব্যাস চুষ-পাজামার কপাল খুললাে। Progress রিপাের্ট লইয়া আব্বাজানের অক্করে গােদের মাইদ্দে যাইয়া বইয়া পড়লাে। দুসরা লম্বরে হারু পাট্টির নেতা শাহ মােহাম্মদ আজিজুর রহমান। বাড়িতে উর্দু কথা কয়। মালখান কী রকম বুঝতে পারতাছেন তাে। ইলেকশনে আওয়ামী লীগের হাতে ক্যাচকা মাইর খাইয়া বেড়ায় বাংলা নেশনাল লীগের তরফ থাইক্যা বাজীমাত্ করণের লাইগ্যা ফেব্রুয়ারি মাস থাইক্যা বাংলাদেশ আজাদী করণের ডাক দিছিলাে। কিন্তু ২৭শা মার্চ যহন হের তােপখানা রােডের বাড়িতে মছুয়ারা খামুখা দুইজনরে মার্ডার করলাে, তখন লেজ গুটাইয়া শাহ সা’বে পিয়াজীরে কইলাে, ছ্যার ম্যায় তাে বিহারী হু, যাে ােেলা থা উততা Political Stunt থা।’ তিসরা নম্বরে ‘খাউপস্টা’ সাদী। বগুড়ায় ‘খাইপটা’ কয়। যমুনা নদীর দক্ষিণে কয় খাচ্চোর’। এ হেনাে সাদীরে চিনা খুবই মুস্কিল। মুখে দাড়ি মাথায় টুপি কিছুই নাইক্যা, ইসলাম ধর্ম সম্বন্ধে কোনােই জ্ঞান তার হয় নাই। দুনিয়াতে বদমাইশী কাম এমন নাই যা করে নাই। কিন্তু এইবার বগুড়ার থনে ইসলামের দোহাই পাইড়া ইলেকশনে চান্সিং করছিল। Result as usual. মানে কিনা যাহা হইবার তাহাই হইয়াছে। এ.টি.সাদী ব্রাকেটে দরদী সংঘ সাহেব ‘সসম্মানে জামানত বাজেয়াপ্তসহ পরাজিত হইয়াছেন। এই ব্যাপারে সাদী সাহেবের অতীত অভিজ্ঞতা রহিয়াছে। তা এইবার Election-এর Result আগে হইতেই আন্তাজ করিতে পারিয়া দ্রলােক ইসলাম পছন্দওয়ালাদের নিকট হইতে যে মাল-পানি পাইয়াছিলেন তাহার দশভাগের এক ভাগ খরচ করিয়া বাকী পকেটস্থ করিয়াছেন। ঢাকার ছলিমুল্লাহ মুছলিম হলের ছাত্র থাকার সময় ছুটির মাইদ্দে বেড়ায় একবার বারান্দার হগগল ইলেকট্রিক বাল্ব চুরি, থুড়ি গ্যাড়া মাইর্যা বেইচা দিছিলাে। এখনও পর্যন্ত বেড়ায় এইভাবেই সংসার চালাইতাছে। এই মালরে খুইজ্যা বাইর করণের লাইগ্যা ঠ্যাটা মালেকার কোনােই কষ্ট হয় নাইক্যা। কেননা মান্ডা বগুড়ার বদলে ঢাকাতে বইস্যাই মালেক্যার লগে Connection রাখছিল। এরপর রইছে রিফিউজি রাজিয়া ফয়েজ। হের আব্বাজান সৈয়দ বদরুদ্দোজা ইন্ডিয়াতে Spying-এর ব্যাপারে আটকা পড়ছে। লগে লগে ইয়াহিয়া দোজ্জা সা’বের মাইয়ারে জাতিসংঘ ডেলিগেশনের মেম্বর বানাইছে। এলায় বুঝছেন, ঠ্যাটা মালেকায় চা-পাট-চামড়ার অভাবে কি ধরণের মালপত্র Export করছে। আমাগাে চুষ-পাজামা মাহমুদ আলী লন্ডনে যাইয়া কইছে, বঙ্গাল মুলুকের অবস্থা অক্করে Normal।’ এইদিকে বকশী বাজারের ছক্কও কইতাছে ‘অবস্থা অক্করে Normal’বিচ্ছুগুলার তুফান কারবার চলনেই অবস্থা Normal রইছে। এলায় ক্যামন বুঝতাছেন?
হ-অ-অ-অ হেইদিকার কারবার হুনছেন নি? হেইদিন ঠ্যাটা মালেকায় একটা কাম করছিল। হবু চন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীগাে শপথ লওনের পর গভর্ণমেন্ট হাউসের একটা কামরার মাইদ্দে লইয়া কইলাে, আপনাগাে মাইদ্দে যারা যারা বিচ্চুগাে ডরান। হেইগুলা এই মুড়া আলাদা হইয়া বসেন। পালের গােদা মাইনক্যাচরের আবুল কাসেম যাইয়া বহনের লগে লগে বাকীগুলা সুড় সুড় কইর‌্যা যাইয়া বইলাে। কিন্তু একী? একটা মাল আর গেল না। হেইডা হইতাছে ছলু মিয়া, মানে কিনা মােহাম্মদ ছােলায়মান। বেডায় কইলাে কি জানেন? হেতােনের ওয়াইপ, মানে কিনা বিবি সা’বে হেরে কইয়া দিছে, ‘হগগল টাইমে খেয়াল রাখবা, যেইদিকে লােকজন কম থাকে হেইদিকে থাকবা। ছ্যার হেইর লাইগ্যাই আলগা হইয়া বইস্যা আছি। আসলে বিক্ষুগুলার ডরেইতাে মন্ত্রী হইছি। যেখানেই যামু হেইখানেই তাে গার্ড থাকবাে। কেমন বুঝতাছেন? ছুলুর কারবার সারবার।
হেইর লাইগাই কইছিলাম কুফা। ঢাকা-করাচী-ইসলামাবাদের হগল জায়গাতেই আইজ-কাইল কুফা অবস্থা চলতাছে।

সূত্র: চরমপত্র – এম আর আখতার মুকুল