You dont have javascript enabled! Please enable it! 1971.07.17 | চরমপত্র - সংগ্রামের নোটবুক

১৭ জুলাই ১৯৭১

আইজ একটা ছােট্ট কাহিনীর কথা মনে পড়ে গেল। আমাগাে বকশী বাজারের ছক্কু মিয়া আর কাপ্তান বাজারের কালু মিয়া মাঝে মাঝে হেই জিনিষ খাইতাে। মানে কিনা হেগাে একটু গাঞ্জা খাওনের অভ্যাস আছিল। একদিন রথখােলায় তাজ হােটেলের বগলের গাঞ্জার দোকানে যাইয়া দ্যাহে কি, Strike.দোকানের মালিকরা Strike করছে। কালু। আর ছক্কু দোকানের জানালার গন্ধ হােঙ্গনের পর মাল খাওনের লাইগ্যা অক্কর কুলবুল কইরা উঠলাে। অহন উপায়? গাঁঞ্জা পায় কই? ছক্কর মাথায় মাইদ্দে আঙ্কা একটা জব্বর প্ল্যান আইলাে। নবাবপুর দিয়া এত লােক যাইতাছে- কারু না কারু পকেটে মাল থাকবােই থাকবাে। দুই জনে মিলা নবাবপুরের রাস্তার দুই মুড়া বইলাে। হেরপর বইয়্যা বইয়্য হাতের তাউল্যা দুইডারে এমনভাবে ঘষতে শুরু করলাে যাতে মনে হয়। যেনাে দুইজনে মিইল্যা একটা দড়ি পাকাইতাছে। আসলে কিন্তুক পুরা ব্যাপারটাই False. রিকসা, ঠেলাগাড়ি, মােটর, বেবি ট্যাসি, বাস সব কিছু হেগাে চোখের সামনে দিয়া চইল্যা যাইতাছে; আর যাইতাছে পায়ে হাইট্ট্যা হাজারে হাজারে মানুষ। আধা ঘণ্টা ধইর্যা দুইজনে রাস্তার দুইমুড়া বইয়্যা এই রকম False দড়ি বানানাের Acting করণের পর দ্যাহে কি একজন গোঁফওলা আর খাকী সার্ট প্যান্টুল পিন্দুইন্যা লােক আঙ্কা হেই জায়গায় আইস্যা থামলাে। ব্যাড়ায় মাথা ঘুরাইয়া রাস্তার দুই মুড়া ছকু আর কালুর দিকে Angle কইর‌্যা তেরছি নজর মারলাে। তারপর রাস্তার মাইদ্দে এমনভবে ঠ্যাং উড়াইয়া ডিঙ্গাইলাে, যেমন মনে লয় হেইখানে হচাহাঁচিই একটা দড়ি রইছে। কেমন বুঝতাছেন?
তারপর ব্যাডায় হেই দড়িডা ডিঙ্গাইয়্যা গেলাে গা। ছক্কু লাফাইয়া উডড্যা কইলাে, ‘আবে এই কালু, পাইছিরে পাইছি- দৌড়। দুইজন যাইয়া রায় সাহেব বাজারের মুখে ব্যাডারে পাকড়াইলাে।
ব্যাডায় একটু মুচকি হাইস্যা কইলাে, কেইসটা কি? মাল Short পড়ছেনি” ছক্কুমিয়া বাইশ হাজার টাকা দামের একটা হাসি দিয়া কইলাে, কি কইলেন Short? অক্করে ধলী- কিছুই নাইক্যা।
জবাব আইল,’- এই রকম কুফা অবস্থা হইলে লগে আইতে পারেন। কিন্তুক একটা কথা। এতাে লােকের মাইদ্দে আমারে চিনলেন ক্যাতে?
সেনাপতি ইয়াহিয়া, থুক্কু ছক্কু মিয়া ব্যাডারে অক্করে জড়াইয়া ধইর্যা কইলাে, ‘হেই যে রখথােলার মুহে আপনে দড়ি ডিঙ্গাইলেন, লগে লগে বুঝলাম এইডা আমার মামু না হইয়া যায় না। মা-আ-মু এলায় মাল দেন।
‘দিমু, দিমু, আমারে যহন চিনছস্, তহন মাল পাইবি। অহন বুঝছেন, ইয়াহিয়া আর টিক্কা সাবে মামুর খোঁজ ক্যামতে পাইছে? | হ-অ-অ-অ। এইদিকে কাম সারা- আন্ধার। ঢ%