You dont have javascript enabled! Please enable it! 1966.02.23 | সংবাদপত্র ও সাম্প্রতিক একটি সরকারী নির্দেশ | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
২৩শে ফেব্রুয়ারী ১৯৬৬

সংবাদপত্র ও সাম্প্রতিক একটি সরকারী নির্দেশ

পূর্ব পাকিস্তান সরকার সহযােগী আজাদের উপর এক নােটিশ জারি করিয়া কেন তাহাদের ২০ হাজার টাকা জামানত তলব করা হইবে না, তাহার কারণ দশাইবার নির্দেশ দিয়াছেন।
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে বক্তৃতাকালে শেখ মুজিবর রহমানের একটি মন্তব্য ‘আজাদে’ প্রকাশ করার এই নােটিস জারি করা হইয়াছে।
সাধারণতঃ এই ধরনের মন্তব্য সরকারের নিকট আপত্তিজনক মনে হইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক একটি প্রেসনােট জারি করিয়া উহা অস্বীকার করিলেই যথেষ্ট হইত বলিয়া আমরা মনে করি। কিন্তু তথাপি সরকার যখন ইহাকে ‘অপরাধজনক’ বলিয়া মনে করিয়াছেন তখন ভিন্ন পথে ইহার প্রতিকার দাবী করা উচিত ছিল।
এই প্রসঙ্গে উল্লেখযােগ্য যে, গত জুন মাসে সি, পি, এন, ই’র উদ্যোগে স্ব-আরােপিত নীতিমালা গৃহীত হইবার পরে সরকারের পক্ষেও এই অভিযােগটি কোর্ট-অব-অনারের সম্মুখেই উত্থাপন করা উচিত ছিল। অবশ্য কোর্ট-অব-অনার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চালু হয় নাই। ইহার কারণও সরকারের জানা আছে। সাম্প্রতিক পাক-ভারত যুদ্ধজনিত জরুরী অবস্থাই এই বিলম্বের মূল কারণ। কিন্তু তথাপি কোর্ট-অব-অনারের চেয়ারম্যান এবং সদস্যদের নাম ইতিমধ্যেই ঘােষণা করা হইয়াছে।
কোর্ট-অব-অনার পরিচালনার নিয়মকানুনের খসড়াও রচিত হইয়াছে। অতি শীঘ্রই সি,পি,এন,ই কর্তৃক ইহা আনুষ্ঠানিকভাবে গৃহীত হইবে। তাই সরকারকে যদি সহযােগী আজাদের বিরুদ্ধে অভিযােগ উত্থাপন করিতেই হয় তাহা হইলে এই কোর্ট-অব-অনারের নিকটই করা বিধেয়। কিন্তু দেখা যাইতেছে যে, প্রাদেশিক সরকার প্রেস এ্যাণ্ড পাবলিকেশন অর্ডিন্যান্সের বিধানমতে এই নােটিস জারি করিয়াছেন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মরণ করাইয়া দিতে চাই যে, প্রেসিডেন্ট স্বয়ং সেদিনও ঘােষণা করিয়াছেন যে, সংবাদপত্রের সম্পাদকগণ কর্তৃক রচিত নীতিমালাই বলবৎ রহিয়াছে। বলাবাহুল্য, প্রেসিডেন্টের এই ঘােষণার পরিপ্রেক্ষিতে প্রাদেশিক সরকারের প্রেস এ্যাণ্ড পাবলিকেশন অর্ডিন্যান্স প্রয়ােগ করা সঙ্গত হয় নাই।
যাই হউক, আমরা আশা করিব যে, পূর্ব পাকিস্তান সরকার এই নােটিস প্রত্যাহার করিয়া নিবেন। আমাদের মতে, অনুরূপ ব্যবস্থা স্থানীয় সংবাদপত্র ও সরকারের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহায়ক হইবে। আর যদি কোন কারণে তাঁহারা উহা প্রত্যাহার না করেন, তাহা হইলে অন্ততঃ তাঁহাদের অভিযােগটি কোর্ট-অব-অনারের সম্মুখে উত্থাপন করেন। অবশ্য আমরা প্রথমােক্ত ব্যবস্থাই প্রত্যাশা করি।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব