সংবাদ
১লা ডিসেম্বর ১৯৬৭
রাষ্ট্রদ্রোহিতার অভিযােগে শেখ মুজিবের বিরুদ্ধে চার্জ গঠন
৬ই জানুয়ারী সওয়াল জবাব
(নিজস্ব বার্তা পরিবেশক)
গতকাল (বৃহস্পতিবার) ঢাকা সেন্ট্রাল জেলগেটে ঢাকার এ, ডি, এম জনাব এম, এস, খানের এজলাসে প্রতিরক্ষা বিধিবলে আটক পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবের বিরুদ্ধে আনীত আর একটি রাষ্ট্রদ্রোহিতার মামলায় চার্জ গঠন করা হয়। পাকিস্তান দণ্ডবিধির ১২৪/ক ধারা এবং পূর্ব পাকিস্তান নিরাপত্তা অর্ডিন্যান্সের ৭(৩) ধারা মােতাবেক ১৯৬৪ সালের ২৯শে মার্চ পল্টন ময়দানে আপত্তিকর বক্তৃতার অভিযােগে উপরােক্ত চার্জ গঠিত হয়। প্রতিবাদী শেখ মুজিবর রহমান আদালতে নিজেকে নির্দোষ বলিয়া ঘােষণা করেন। আগামী ৬ই জানুয়ারী মামলার সওয়াল-জবাবের তারিখ ঘােষণা করা হইয়াছে।
মেসার্স আবদুস সালাম খান, জহীর উদ্দিন, শাহ আজিজুর রহমান, মােহাম্মদ উল্লাহ, আবুল হােসেন প্রমুখ আইনজীবী শেখ মুজিবের পক্ষে উপস্থিত ছিলেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব