You dont have javascript enabled! Please enable it! 1967.11.28 | জনসভায় গােলযােগ: ৬-দফার সমর্থনে শ্লোগান | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
২৮ শে নভেম্বর ১৯৬৭

জনসভায় গােলযােগ: ৬-দফার সমর্থনে শ্লোগান
(ষ্টাফ রিপাের্টার)

গতকাল সােমবার পল্টন ময়দানে পিডিএম কর্তৃক আয়ােজিত জনসভায় মধ্যস্থল হইতে সহসা একজন ব্যক্তি ছয়দফা’, ‘জিন্দাবাদ’ ও ‘শেখ মুজিবের মুক্তি চাই’ ইত্যাদি শ্লোগান তুলিতে থাকে।
এই সময় সভায় অনেকটা বিশৃংখলার সৃষ্টি হয় এবং মঞ্চের উপর হইতে জনাব জহিরুদ্দীন মন্তব্য করেন যে, এই সমস্ত ব্যক্তি ছয় দফার সমর্থনকারীর ছদ্মবেশে দালাল হিসাবে সভায় গণ্ডগােল সৃষ্টির চেষ্টা করিতেছে। তিনি আরও বলেন যে, এই গণ্ডগােল সৃষ্টি সংক্রান্ত ষড়যন্ত্র লাহাের ও পিণ্ডিতে করা হইয়াছিল।
বেশ কিছুদিন গণ্ডগােল চলার পর মঞ্চ হইতে কতিপয় ব্যক্তি বাঁশ ও লাঠি সহকারে ধাওয়া করিলে গণ্ডগােল সৃষ্টিকারিগণ পশ্চাদপসরণ করে।
ইতিমধ্যে জনাব বিডি হাবিবুল্লার আবেগময়ী বক্তৃতায় জনসভা শান্ত হয়। কিন্তু মাগরেবের নামাজের বিরতির পর পুনরায় সভা শুরু হইলে জনমণ্ডলীর পিছন দিকে পুনরায় গণ্ডগােল সৃষ্টির চেষ্টা করা হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব