You dont have javascript enabled! Please enable it! 1967.11.30 | শেখ মুজিবের আপীল মামলার কৌসুলিদের বক্তব্য পেশ | দৈনিক পয়গাম - সংগ্রামের নোটবুক

দৈনিক পয়গাম
৩০শে নভেম্বর ১৯৬৭

শেখ মুজিবের আপীল মামলার কৌসুলিদের বক্তব্য পেশ
(কোর্ট রিপাের্টার)

গত শনিবার পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমানের আপীল মামলার শুনানী ঢাকার অতিরিক্ত দায়রা জজ জনাব কায়সার আলীর এজলাশে অনুষ্ঠিত হয়। এই দিন সরকার পক্ষ ও বিবাদী পক্ষের কৌশলিগণ তাঁহাদের নিজ নিজ বক্তব্য পেশ করেন।
প্রসঙ্গতঃ উল্লেখযােগ্য, ১৯৬৩ সালে ২০ শে মার্চ ঢাকার পল্টন ময়দানে আপক্তিকর বক্তৃতা দানের দায়ে ঢাকার প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট জনাব আনসার উদ্দিন আহমদ, শেখ মুজিবর রহমানকে ১৫ (পনের) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। চলতি সালের ২৭ শে এপ্রিল তারিখে প্রদত্ত মাননীয় ম্যাজিষ্ট্রেটের উক্ত রায়ের বিরুদ্ধে শেখ মুজিব আপীল করিলে উহা শুনানীর জন্য গ্রহণ করা হয় এবং গত শনিবার অতিরিক্ত দায়রা জজ জনাব কায়সার আলীর এজলাশে শুনানী হয়।
বিবাদীপক্ষে মামলা পরিচালনা করেন এডভােকেট জনাব এ, সালাম খান ও এডভােকেট জনাব জহীর উদ্দিন। সরকারপক্ষে ছিলেন এডভােকেট জনাব এ, আলীম ও এডভােকেট জনাব মেসবাহ উদ্দিন আহমদ।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব