দৈনিক পয়গাম
২০শে নভেম্বর ১৯৬৭
শেখ মুজিবের মামলা
(ষ্টাফ রিপাের্টার)
আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমানের রাষ্ট্রদ্রোহী মামলায় গত শুক্রবার আরও দুইজন সাক্ষীকে জেরা করা হইয়াছে।
১৯৬৪ সালে ঢাকার এক জনসভায় আপত্তিকর বক্তৃতাদানের অভিযােগে তিনি বিচারের সম্মুখীন হইয়াছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাহার বিচার হইতেছে।
মামলার শুনানী ৩০ শে নভেম্বর পর্যন্ত মুলতবী ঘােষিত হইতেছে।
প্রেসিডেন্ট আইয়ুবের নির্বাচনী মেনিফেষ্টোতে উহা সুস্পষ্টভাবে ব্যক্ত হইয়াছে। উহাতে তিনি বলেন, রাষ্ট্রের সকল ব্যাপারে জনগণের ইচ্ছাকে সর্বাধিক গুরুত্ব দিতে হইবে এবং পাকিস্তানে গণতন্ত্র যে শাসনতান্ত্রিক রূপই লাভ করুক না কেন, তাহা মতবাদ নয়, প্রয়ােগবাদের উপর প্রতিষ্ঠত হইবে।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব