দৈনিক পাকিস্তান
৯ই নভেম্বর ১৯৬৭
শেখ মুজিবের আপীল মামলা
নিম্ন আদালতের রায় বহাল
(কোর্ট রিপাের্টার)
গত মঙ্গলবার ঢাকার অতিরিক্ত দায়রা জজ জনাব কাইজার আলী শেখ মুজিবর রহমানের আপীল মামলার রায় প্রকাশ করেন। তিনি নিম্ন আদালতের রায় বহাল রাখেন কিন্তু কারাবাসের মেয়াদ ৭ মাস হ্রাস করার নির্দেশ দেন।
মামলার বিবরণে প্রকাশ, গত ১৯৬৬ সালের ২০ শে মার্চ পল্টন ময়দানে আপত্তিকর বক্তৃতা দানের জন্য ঢাকা জেলে বিচার শেষে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাকে দোষী সাব্যস্ত করে গত ২৭ শে এপ্রিল ১৫ মাস বিনাশ্রম কারাদণ্ড দান করেন।
ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের বিরুদ্ধে জনাব শেখ মুজিবর রহমান দায়রা জজের এজলাসে আপীল করলে মাননীয় জজ সাহেব মামলার সাক্ষ্য প্রমাণাদি বিশ্লেষণ করে নিম্ন আদালতের রায়ের সাথে একমত হন। কিন্তু দণ্ডাজ্ঞার মেয়াদ সম্পর্কে তিনি মন্তব্য করেন যে, বিষয়টি সম্পর্কে প্রশস্থ দৃষ্টিভঙ্গী নিতে হবে। এবং কারাবাসের মেয়াদ ১৫ মাসের স্থলে ৮ মাসের নির্দেশ দেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব