You dont have javascript enabled! Please enable it! 1967.10.17 | সেন্ট্রাল জেল গেটে শেখ মুজিবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
১৭ই অক্টোবর ১৯৬৭

সেন্ট্রাল জেল গেটে শেখ মুজিবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা
গতকাল ২ জন সরকারী সাক্ষীর জেরা সমাপ্ত
(নিজস্ব বার্তা পরিবেশক)

গতকাল (সােমবার) ঢাকা সেন্ট্রাল জেলগেটে শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযােগে আনীত আর একটি মামলার শুনানী হয়। ঢাকার অতিরিক্ত ডেপুটি ম্যাজিষ্ট্রেট জনাব এম, এস, খানের কোর্টে এই মামলার শুনানী চলিতেছে। এই দিন বিবাদীপক্ষের কৌঁসুলিগণ ২ জন সরকারী সাক্ষীকে জেরা করেন। এই দুইজন সাক্ষী হইলেন গভর্ণমেন্ট ষ্টেনােগ্রাফার মােহাম্মদ হােসেন ও ‘লং হ্যাণ্ড’ রিপাের্টার মােহাম্মদ মােমিন।
তাহারা উভয়ে বিগত ১৯৬৪ সনের ২৯শে মার্চ পল্টন ময়দানে প্রদত্ত শেখ মুজিবের বক্তৃতার নােট গ্রহণ করিয়াছিলেন বলিয়া সাক্ষ্যদান করেন।
আজ (মঙ্গলবার) পুনরায় সরকার পক্ষের আরাে কতিপয় সাক্ষীর জেরা হইবে।
পাকিস্তান দণ্ডবিধির ১২৪(ক) পূর্ব পাকিস্তান জননিরাপত্তা অর্ডিন্যান্সের ৭(৩) ধারা মােতাবেক আপত্তিকর বক্তৃতাদানের অভিযােগে শেখ মুজিবের বিরুদ্ধে উক্ত মামলা দায়ের করা হয়।
বিবাদীপক্ষে মামলা পরিচালনা করেন মেসার্স জহির উদ্দিন , সৈয়দ নজরুল ইসলাম, এম,এ, রব, মােহাম্মদ উল্লাহ, কামরুজ্জামান, আমিনুল হক চৌধুরী, আবদুল হাকিম, আবদুল জলিল প্রমুখ আইনজীবী। পক্ষান্তরে সরকারপক্ষে এ্যাডভােকেট আবদুল আলিম উপস্থিত ছিলেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব