দৈনিক পয়গাম
১৮ই অক্টোবর ১৯৬৭
শেখ মুজিবের মামলা
গতকল্য তিনজন সাক্ষীর জেরা
(কোর্ট রিপাের্টার)
আপত্তিকর ও দেশদ্রোহিতামূলক বক্তৃতাদানের অভিযােগে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে আনীত মামলায় গতকল্য (মঙ্গলবার) আরও তিনজন সাক্ষীকে জেরা করা হয়। ঢাকা সেন্ট্রাল জেলের অভ্যন্তরে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জনাব এম, এস, খানের এজলাশে এই মামলার শুনানী চলিতেছে। প্রসঙ্গতঃ উল্লেখযােগ্য যে, গত সােমবারও দুইজন সাক্ষীর জেরা করা হয়।
১৯৬৪ সালের ২৯ শে মার্চ পল্টন ময়দানে দেশদ্রোহিতামূলক বক্তৃতা দানের অভিযােগে শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হইয়াছে।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন এডভােকেট জনাব আবদুল আলীম। বিবাদীপক্ষে ছিলেন এডভােকেট জনাব জহির উদ্দিন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব