আজাদ
২৬শে অক্টোবর ১৯৬৭
ভুট্টো কর্তৃক শেখ মুজিবের মুক্তি দাবী
ঢাকা, ২৪শে অক্টোবর।-শেখ মুজিবর রহমানকে মুক্তিদানের জন্য সাবেক পররাষ্ট্র উজির জনাব জুলফিকার আলী ভুট্টো আজ সরকারের প্রতি আহ্বান জানাইয়াছেন।
আজ সন্ধ্যায় স্থানীয় কারিগরি মিলনায়তনে এক ছাত্র সমাবেশে বক্তৃতাদানকালে জনাব ভুট্টো দুঃখ প্রকাশ করিয়া বলেন যে, স্বাধীনতা অর্জন ও জনগণের স্বার্থরক্ষার সংগ্রামে আত্মােৎসর্গকারী সেখ মুজিবর রহমানের মত একজন জাতীয় নেতাকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়া আজ কারারুদ্ধ করিয়া রাখা হইয়াছে।
জনাব ভুট্টো আরাে বলেন যে, দেশরক্ষা কর্মসূচীকে বিচ্ছিন্নতাবাদের দাবী মনে করেন না। কেননা জনগণের ইচ্ছার বাস্তবায়ন করিতে যাইয়া যিনি অবর্ণনীয় কষ্ট ভােগ করিতেছেন, তিনি বিচ্ছিন্নতাবাদের দাবী উত্থাপন করিতে পারেন না বলিয়া তিনি মন্তব্য করেন।
তিনি সেখ মুজিবসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের আটকে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে তাহাদের মুক্তিদানের আহ্বান জানান। -পিপিএ
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব