You dont have javascript enabled! Please enable it! 1967.09.30 | পি ডি এম পন্থী আঃ লীগ কাউন্সিল সভা অনুষ্ঠানের দাবী | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
৩০শে সেপ্টেম্বর ১৯৬৭

পি ডি এম পন্থী আঃ লীগ কাউন্সিল সভা অনুষ্ঠানের দাবী
(ষ্টাফ রিপাের্টার)

পি ডি এম পন্থী পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের এডহক কমিটি গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠকে আগামী পনেরই অক্টোবর পার্টির প্রাদেশিক কাউন্সিল সভা অনুষ্ঠানের প্রস্তাব গ্রহণ করেন।
বৈঠকে গৃহীত অপর এক প্রস্তাবে শেখ মুজিবর রহমানসহ সকল রাজনৈতিক বন্দীর মুক্তি দাবী করা হয়।
খাদ্য ও অন্যান্য নিত্যব্যবহার্য দ্রব্যাদির উচ্চমূল্যে উদ্বেগ প্রকাশ করিয়া বৈঠকে গৃহীত অপর এক প্রস্তাবে উহাদের আশু মূল্য হ্রাস ও গ্রামাঞ্চলে রেশন ব্যবস্থা চালুর দাবী জ্ঞাপন করা হয়। বৈঠকে গৃহীত অপর কয়টি প্রস্তাবে সভা ও সংবাদপত্রের উপর আরােপিত বিধিনিষেধ প্রত্যাহার, প্রদেশের বিভিন্ন স্থানে দাবীকৃত ১৪৪ ধারা এবং জরুরী অবস্থা প্রত্যাহারের দাবী করা হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব