You dont have javascript enabled! Please enable it! 1967.10.11 | আঃ লীগ নেতৃবর্গ বলেন, ৬-দফা কর্মসূচী জাতীয় দাবীতে পরিণত হইয়াছে | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
১১ই অক্টোবর ১৯৬৭

আঃ লীগ নেতৃবর্গ বলেন, ৬-দফা কর্মসূচী
জাতীয় দাবীতে পরিণত হইয়াছে

দিনাজপুর, ৯ই অক্টোবর।-পাকিস্তান আওয়ামী লীগ নেতৃবৃন্দ গতকল্য এখানে ঘােষণা করেন যে, ৬-দফা কর্মসূচী এখন আর শুধুমাত্র প্রাদেশিক ইউনিটের দাবী নহে, বরং ইহা জাতীয় দাবীতে পরিণত হইয়াছে। কারণ নিখিল পাকিস্তান আওয়ামী লীগ মেনিফেষ্টোতে উহা অন্তর্ভুক্ত করা হইয়াছে।
এখানে এক কর্মী সম্মেলনে জনাব কামরুজ্জামান ও জাতীয় পরিষদ সদস্য জনাব ইউসুফ আলী উপরােক্ত মন্তব্য করেন।
সভায় শেখ মুজিবর রহমানসহ সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দাবী করিয়া এক প্রস্তাব গৃহীত হয়।
জনাব কামরুজ্জামান সভায় ঘােষণা করেন যে, দিনাজপুরের চারজন এডভােকেট জনাব ইউসুফ আলী, মােশাররফ হােসেন সর্দার, মােশাররফ চৌধুরী এবং হেসাবুদ্দিন পিডিএম-এর সহিত সম্পর্ক ছিন্ন করিয়া ৬-দফা কর্মসূচীর প্রতি তাঁহাদের বিশ্বাস ও সমর্থন জ্ঞাপন করেন।
কর্মী সম্মেলনে অপর এক প্রস্তাবে পার্টির ছয়দফা কর্মসূচীর প্রতি ইহার পুনরায় আস্থা প্রকাশ করা হয় এবং পার্টির মেনিফেষ্টোতে সমাজতন্ত্রের আদর্শ, এক ইউনিট বিলােপ এবং স্বাধীন পররাষ্ট্রনীতির সিদ্ধান্তের অন্তর্ভুক্তিকরণ অভিনন্দিত করা হয়।-পিপিএ

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব