আজাদ
২১ শে সেপ্টেম্বর ১৯৬৭
আওয়ামী লীগের ৬-দফা সম্পর্কে লুন্দখাের
লাহাের, ২০শে সেপ্টেম্বর।-খান গােলাম মােহম্মদ খান লুখাের গত সােমবার এখানে বলেন যে, শেখ মুজিবর রহমানের ৬ দফা যে ৬-দফার ভিত্তিতে পাকিস্তান আওয়ামী লীগের একটি অংশ দল পুনর্গঠিত করিতেছে। উহা পাকিস্তানের আদর্শ ও সংহতির বিরােধী। পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলনের (পিডিএম) কাৰ্যনিৰ্বাহক কমিটির সদস্য জনাব লুন্দােের সাংবাদিকদের সহিত ঘরােয়াভাবে আলােচনাকালে এই মন্তব্য করেন। তিনি কোনরূপ ইতস্ততঃ না করিয়া বলেন যে, পাকিস্তানকে দ্বিধা বিভক্ত করাই এই কর্মসূচীর উদ্দেশ্য। তিনি বলেন যে, নয়া আওয়ামী লীগ কর্তৃক নওয়াবজাদা নছরুল্লাহ খানকে পাকিস্তান আওয়ামী লীগের সভাপতিরূপে স্বীকার না করার দরুন পি-ডিএমে নবাবজাদা নছরুল্লাহ খানের অবস্থার কোন ব্যাঘাত হইবে। -পিপিএ
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব