সংবাদ
২৯শে জুলাই ১৯৬৭
শেখ মুজিবের হেবিয়াস কর্পাস মামলা
(আদালত বার্তা পরিবেশক)
গতকল্য (শুক্রবার) মহামান্য ঢাকা হাইকোর্টের বিচারপতি জনাব বাকের, বিচারপতি জনাব আবদুল্লাহ ও বিচারপতি জনাব আবদুল হাকিম সমবায়ে গঠিত এক বিশেষ বেঞ্চে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমানের হেবিয়াস কর্পাস মামলায় সরকার পক্ষীয় কৌসুলীর আবেদন প্রাথমিক পর্যায়ে শেষ হইয়াছে। এডভােকেট জেনারেল জনাব আসরারুল হােসেন সরকারপক্ষে আবেদন পেশ করেন। তিনি শাসনতন্ত্র, পাকিস্তান দেশরক্ষা বিধি ও ফৌজদারী কার্যবিধির প্রাসঙ্গিক ধারাসমূহের বিশদ ব্যাখ্যা আদালতের নিকট পেশ করেন।
প্রসঙ্গতঃ উল্লেখযােগ্য যে, আগামী পহেলা আগষ্ট সরকারপক্ষ গােপন তথ্যাদি আদালতে পেশ করিবেন এবং সেই দিন উক্ত পেশকৃত তথ্যাদির উপর শুনানী হইবে।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব