You dont have javascript enabled! Please enable it! 1967.03.20 | ৮ই এপ্রিল পুনরায় শেখ মুজিবের মামলার শুনানী শুরু | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
২০শে মার্চ ১৯৬৭

৮ই এপ্রিল পুনরায় শেখ মুজিবের মামলার শুনানী শুরু
(নিজস্ব বার্তা পরিবেশক)

দেশরক্ষা আইনের ৪৭ ধারা অনুযায়ী পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবরের বিরুদ্ধে আনীত মামলার সওয়াল জওয়াব আগামী ৮ই এপ্রিল পর্যন্ত মূলতবী রাখা হইয়াছে বলিয়া জানা গিয়াছে। গত শনিবার উক্ত মামলার দিন ছিল। কিন্তু সরকারপক্ষের কৌসুলীর অনুপস্থিতির জন্য মামলা স্থগিত রাখা হয়।
প্রসঙ্গতঃ উল্লেখযােগ্য যে, গত বৎসরের ২০শে মার্চ পুরানা পল্টনে অনুষ্ঠিত এক জনসভায় আপত্তিকর বক্তৃতাদানের অভিযােগে শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে উক্ত মামলা দায়ের করা হয়। গত শনিবার ঢাকা সেন্ট্রাল জেলে ঢাকার প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট জনাব আফসার উদ্দিনের কোর্টে শেখ মুজিবরের পক্ষে তাঁহার কৌসুলী জনাব জহিরউদ্দিন, জনাব এম, এ, রব, জনাব আবুল হােসেন, জনাব মােহাম্মদ উল্ল্যা ও জনাব এম, এস, দোহা প্রমুখ আইনজীবী উপস্থিত ছিলেন। সরকারপক্ষে উপস্থিত ছিলেন ডি,এস, পি জনাব খালেক।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব