You dont have javascript enabled! Please enable it! 1967.02.18 | করাচীতে আওয়ামী লীগ কর্মী সভার প্রস্তাব- লাহাের প্রস্তাবই ৬-দফার উৎস | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
১৮ই ফেব্রুয়ারী ১৯৬৭

করাচীতে আওয়ামী লীগ কর্মী সভার প্রস্তাব
লাহাের প্রস্তাবই ৬-দফার উৎস

করাচী, (১৭ই ফেব্রুয়ারী)।- পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের আহ্বানে ৬দফা দাবী দিবস পালনের উদ্দেশ্যে গত সােমবার করাচীর কোরঙ্গী কলােনীতে করাচী আওয়ামী লীগ কর্মীদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এড হক কমিটির সভাপতি এডভােকেট জনাব আবু আসিম।
সাধারণ সম্পাদক জনাব খলিল আহমদ তিরমিজী এবং এডভােকেট জনাব আবু আসিম অনুষ্ঠানে বক্তৃতাদান করেন। সভায় গৃহীত এক প্রস্তাবে ৬-দফা সংজ্ঞাই দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার একমাত্র সমাধান বলিয়া দাবী করা হয়। প্রস্তাবে ১৯৪০ সালের লাহাের প্রস্তাবকেই ইহার মূল উৎস বলিয়া উল্লেখ করা হয়।
করাচী আওয়ামী লীগ কর্মিগণ শেখ মুজিবর রহমানের নেতৃত্বে পূর্ণ আস্থা স্থাপন করিয়া সর্বপ্রকার সমর্থনের আশ্বাস দান করেন।
অপর এক প্রস্তাবে ১৯৬৭ সালের এপ্রিল মাসে করাচীতে ৬-দফার সমর্থক গণতন্ত্ৰীমনা জনসাধারণের একটি সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রস্তাবে সম্মেলনের উদ্বোধনের জন্য নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দীনের প্রতি ও বক্তৃতাদানের জন্য পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক হাফিজ হাবিবুর রহমান। এবং পূর্ব পাকিস্তান পরিষদের বিরােধী দলীয় নেতা জনাব আবদুল মালিক উকিলের নিকট অনুরােধ প্রেরণেরও সিদ্ধান্ত গৃহীত হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব