১ এপ্রিল ১৯৭১ঃ নয়া দিল্লীর পথে তাজ উদ্দিন
স্বাধীনতা সংগ্রামে ভারতের সাহায্য সহযোগিতা পাওয়ার বিষয়ে ভারতীয় রাজনিতিক, কর্মকর্তা এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে আলাপ আলোচনার জন্য ১ এপ্রিল রাত ১০ টায় একটি মালবাহী পুরনো সোভিয়েত সামরিক বিমানে করে তাজউদ্দীন আহমদ, ব্যরিস্টার আমীর-উল-ইসলাম, গোলক মজুমদার ও বিএসএফ এর নিরাপত্তা অফিসার শরদিন্দু চট্টোপাধ্যায় গোপনে নয়া দিল্লীর পথে রওয়ানা দেন।