You dont have javascript enabled! Please enable it! 1967.02.07 | ছয়দফা দিবস পালনে আওয়ামী লীগ শাখার উদ্যোগ | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
৭ই ফেব্রুয়ারী ১৯৬৭

ছয়দফা দিবস পালনে আওয়ামী লীগ শাখার উদ্যোগ

নােয়াখালী, ৫ই ফেব্রুয়ারী।- গত ৩রা ফেব্রুয়ারী মাইজদী কোর্টে নােয়াখালী সদর মহকুমা আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয় বলিয়া আওয়ামী লীগের দফতর হইতে পরিবেশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ। এই সভায় সভাপতিত্ব করেন মহকুমা আওয়ামী লীগ সভাপতি জনাব সাকাওতুল্লা এল এল বি। উক্ত সভায় আওয়ামী লীগ কর্তৃক আগামী ১৩ই ফেব্রুয়ারী; আহূত “ছয় দফা দিবস” কে যথার্থ মর্যাদার সহিত পালনের কর্মসূচী প্রণয়ন করা হয়। মহকুমা ব্যাপী পােষ্টারিং, প্রচারপত্র বিলি, সভা, বিক্ষোভ, শােভাযাত্রা এই কর্মসূচীর অন্তর্ভুক্ত রহিয়াছে। এই দিবসকে পালন করার জন্য সভা সকল থানা ইউনিটকে নির্দেশ প্রদান করা হয়। ছয়দফা দিবসে নিম্নলিখিত দাবীসমূহ উত্থাপনের জন্য সভার তরফ হইতে আহ্বান জানান হয়।
১। ছয়দফা পূরণ, ২। শেখ মুজিবর রহমান ও জনাব তফাজ্জল হােসেনসহ সকল রাজবন্দীর মুক্তি, ৩। পূর্ণ রেশনিং প্রথা চালু করিয়া ২০ টাকা মণদরে চাউল সরবরাহ, ৪। জরুরী অবস্থা প্রত্যাহার, ৫। ইত্তেফাকের ছাপাখানার উপর হইতে বাজেয়াপ্তি আদেশ প্রত্যাহার প্রভৃতি।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব