You dont have javascript enabled! Please enable it! 1967.02.14 | মুক্তাগাছার গ্রামাঞ্চলে আওয়ামী লীগের সভা | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
১৪ই ফেব্রুয়ারী ১৯৬৭

মুক্তাগাছার গ্রামাঞ্চলে আওয়ামী লীগের সভা

মুক্তাগাছা, ১২ই ফেব্রুয়ারী (নিজস্ব সংবাদদাতা)।- মুক্তাগাছা, কোতওয়ালী, ফুলবাড়িয়া থানার সীমান্তবর্তী গ্রাম বাশনা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত বিরাট জনসভায় শেখ মুজিবর রহমান ও অসুস্থ ‘ইত্তেফাক’ সম্পাদক জনাব তফাজ্জল হােসেনসহ বিনাবিচারে আটক সকল রাজবন্দীর আশু ও বিনাশর্তে মুক্তির জোর দাবী জানানাে হয়।
অপর এক প্রস্তাবে অনতিবিলম্বে নিউনেশন প্রিন্টিং প্রেসের উপর হইতে বাজেয়াপ্তি নির্দেশ প্রত্যাহারের জোর দাবী জানান হয়।
অশীতিপর বৃদ্ধ কৃষক নেতা মৌঃ নেওয়াজেশ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় দেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে বক্তৃতা করেন খােন্দকার আবদুল মালেক, মুক্তাগাছা থানা আওয়ামী লীগ সভাপতি ইয়াকুব আলী ও সহ-সম্পাদক শ্রী সুভাষ চন্দ্র রক্ষিত।
সভায় গৃহীত অপরাপর প্রস্তাবে ৬-দফার প্রতি অকুণ্ঠ সমর্থন, গ্রামে গ্রামে পূর্ণাঙ্গ রেশনিং প্রথা প্রবর্তন, ২০ টাকা মণদরে চাউল ও ১০ টাকা মণদরে আটা সরবরাহের দাবী জানাইয়া কতিপয় প্রস্তাব গৃহীত হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব