সংবাদ
১৭ই ফেব্রুয়ারী ১৯৬৭
নোয়াখালী ও সিলেটে ৬-দফা দিবস পালন
(নিজস্ব বার্তা পরিবেশক)
নােয়াখালী ও সিলেটে গত ১৩ই ফেব্রুয়ারী যথাযােগ্য মর্যাদায় ‘৬-দফা দিবস’ প্রতিপালিত হইয়াছে বলিয়া আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তি হইতে জানা গিয়াছে।
প্রকাশ, ৬-দফা দিবস উপলক্ষে নােয়াখালী সদর মহকুমা আওয়ামী লীগের উদ্যোগে কোর্টের ময়দানে ও সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে সাব রেজিষ্ট্রার অফিস ময়দানে জনসভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বক্তা আওয়ামী লীগের ৬-দফা কর্মসূচীর এবং বর্তমান খাদ্য ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলােচনা করেন। উভয় সভায় প্রাদেশিক আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানসহ সকল রাজবন্দীর মুক্তি, ২০ টাকা মণদরে চাউল সরবরাহ, ইত্তেফাকের ছাপাখানা বাজেয়াপ্ত আদেশ প্রত্যাহার ও জরুরী অবস্থা প্রত্যাহারের দাবী জানাইয়া প্রস্তাব গ্রহণ করা হয়।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব