You dont have javascript enabled! Please enable it! 1967.01.07 | আওয়ামী লীগের সভায় রাজবন্দীদের মুক্তি দাবী | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
৭ই জানুয়ারী ১৯৬৭

আওয়ামী লীগের সভায় রাজবন্দীদের মুক্তি দাবী
(স্টাফ রিপাের্টার)

আওয়ামী লীগ প্রধান জনাব শেখ মুজিবর রহমান ও ইত্তেফাক সম্পাদক জনাব তফাজ্জল হােসেনসহ সকল রাজবন্দীর আশু মুক্তি দাবী করিয়া গতকাল শুক্রবার অনুষ্ঠিত ঢাকা সদর উত্তর মহকুমা আওয়ামী লীগের এক সভায় প্রস্তাব গৃহীত হয়।
সভায় অপর এক প্রস্তাবে নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যাদির মূল্যের আসক্তি রােধে সরকারের ব্যর্থতা ও রেশন চাউলের মূল্য বৃদ্ধির নিন্দা জ্ঞাপন করা হয়।
প্রাদেশিক স্বায়ত্তশাসনের সমর্থকদের প্রতি কেন্দ্রীয় আইন উজীর সম্প্রতি যে বিরূপ মন্তব্য করিয়াছেন উহার তীব্র নিন্দা করিয়া সভায় অপর একটি প্রস্তাব গ্রহণ করা হয়।
সভায় গৃহীত অপর একটি প্রস্তাবে ছয় দফা কর্মসূচী বাস্তবায়নের সংগ্রাম অব্যাহত রাখিবার জন্য মুক্তি দাবীর প্রতি আহ্বান জ্ঞাপন করা হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব