You dont have javascript enabled! Please enable it! 1966.10.17 | দিনাজপুরে আওয়ামী লীগের জনসভা: ৬-দফার প্রণেতারা বিচ্ছিন্নতাবাদী নয় | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
১৭ই অক্টোবর ১৯৬৬

দিনাজপুরে আওয়ামী লীগের জনসভা
৬-দফার প্রণেতারা বিচ্ছিন্নতাবাদী নয়
(নিজস্ব বার্তা পরিবেশক)

গতকাল (রবিবার) দিনাজপুর গােড়াশহীদ ময়দানের এক বিরাট জনসভায় বক্তৃতা প্রসঙ্গে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা মিসেস আমেনা বেগম বলেন যে, ৬-দফার প্রণেতা ও সমর্থকদের বিরুদ্ধে। বিচ্ছিন্নতাবাদীদের অভিযােগ একটি রাজনৈতিক চালমাত্র। ইহা জনসাধারণের চিন্তাধারাকে ভিন্ন খাতে প্রবাহিত করিয়া স্বীয় স্বার্থ চরিতার্থ করার প্রয়াস বলিয়া তিনি অভিহিত করেন।
মিসেস আমেনা বেগম বলেন যে, ৬-দফার প্রণেতারা বিচ্ছিন্নতাবাদী নয় জাতীয়তাবাদী তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষমতাসীন মহলের অপপ্রচারের প্রতিবাদ করিয়া বলেন যে, জনসাধারণের মৌলিক মানবিক অধিকার পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রবর্তনসহ আওয়ামী লীগের লক্ষ্য ও উদ্দেশ্য। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সকল বিরােধী দলের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আওয়ামী লীগ দলীয় জাতীয় পরিষদ সদস্য অধ্যাপক ইউসুফ আলী ৬-দফা কর্মসূচীকে ‘ম্যাগনাকার্টা বলিয়া উল্লেখ করেন।
সভায় শেখ মুজিবসহ সকল রাজবন্দীর মুক্তি ও দমননীতি পরিহারের দাবী জানানাে হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব