সংবাদ
১৬ই অক্টোবর ১৯৬৬
ঢাকা জেলা আওয়ামী লীগ সভা
আটক নেতৃবৃন্দের অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ
(নিজস্ব বার্তা পরিবেশক)
গতকাল শনিবার দেওয়ান শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহক পরিষদের জরুরী সভায় জেলা আওয়ামী লীগ ৬-দফার প্রতি তাহাদের দৃঢ় সমর্থন ও আপােষহীন মনােভাবের পুনরুক্তি করিয়াছেন। ৬-দফা কর্মসূচীকে ‘ম্যাগনাকার্টা হিসাবে আখ্যায়িত করিয়া তাহারা বলেন যে, ৬-দফার সংগ্রামের সাফল্যের পশ্চাতে কেবল পূর্ব পাকিস্তানের নয়, গােটা পাকিস্তানের জনগণের সমৃদ্ধি ও সংহতি নিহিত।
সভায় গৃহীত প্রস্তাবে সরকারের জনস্বার্থবিরােধী কার্যকলাপ ও দমননীতির নিন্দা করিয়া পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রধান শেখ মজিবুর রহমান মহাশূন্যযান নিক্ষেপ দর্শন করিবেন।
মনে হয়, আগামী সপ্তাহে পােলিশ নেতৃবৃন্দও পূর্ব ইউরােপীয় নেতৃবৃন্দের সহিত সােভিয়েটের আলােচনা চীনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ব্যবস্থা গ্রহণের জন্য পূর্ব ইউরােপের সম্মতি লাভের নিমিত্ত রুশ প্রচেষ্টার অঙ্গবিশেষ।
বুদাপেস্ট হইতে পরিবেশিত খবরে প্রকাশ, হাঙ্গেরী কমিউনিষ্ট পার্টির প্রধান জনােস কাদারের নেতৃত্বে একদল শক্তিশালী প্রতিনিধি অদ্য মস্কো যাত্রা করেন।
প্রতিনিধিদলে হাঙ্গেরীর প্রধানমন্ত্রী গিয়ূৎসা কালাই ও দেশরক্ষামন্ত্রী জেনারেল লাজোস জিনেজ রহিয়াছেন।
সােভিয়েট কমিউনিষ্ট পার্টি ও সরকারের আমন্ত্রণক্রমে তাহারা এই মৈত্রী সফরে যাইতেছেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব