You dont have javascript enabled! Please enable it! 1966.08.30 | শেখ মুজিবের অসুস্থতার সংবাদে আমেনা বেগমের উদ্বেগ | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
৩০ শে আগষ্ট ১৯৬৬

শেখ মুজিবের অসুস্থতার সংবাদে আমেনা বেগমের উদ্বেগ
(ষ্টাফ রিপাের্টার)

পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা মিসেস আমেনা বেগম গতকল্য সােমবার সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে বলেন যে, তিনি জানিতে পারিয়াছেন, বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটককৃত পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি জনাব শেখ মুজিবর রহমান অর্শ, গ্যাষ্ট্ৰীক, এ্যাবডােমেনাল ব্যথা এবং জ্বরে আক্রান্ত হইয়াছেন। তিনি জানান যে, উপরােক্ত সংবাদে আমরা মর্মান্তিকভাবে শঙ্কিত হইয়া পড়িয়াছি। কারাগারের অভ্যন্তরে এই কঠিন রােগের চিকিৎসার সুব্যবস্থা নাই বলিয়া যে কোন বিপদের আশঙ্কা রহিয়াছে বলিয়া তিনি বিবৃতিতে উল্লেখ করেন।
মিসেস আমেনা বেগম এই সমস্ত রােগের আশু চিকিৎসার জন্য অবিলম্বে জনাব শেখ মুজিবর রহমানের মুক্তি দাবী করেন এবং আশা করেন যে, এই মুহূর্তে জনাব শেখ মুজিবর রহমানকে মুক্তিদান করিয়া সরকার সহনশীলতার পরিচয় দিবেন।
বিবৃতিতে তিনি জনাব শেখ মুজিবর রহমানকে হয়রানির জন্য নিন্দাবাদ জ্ঞাপন করেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব