সংবাদ
২রা সেপ্টেম্বর ১৯৬৬
মুক্তাগাছা নেতৃবৃন্দ কর্তৃক শেখ মুজিবের মুক্তি দাবী
মুক্তাগাছা, ৩১শে আগষ্ট (নিজস্ব বার্তা পরিবেশক)।- দেশরক্ষা আইনে আটক পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ সভাপতি জনাব শেখ মুজিবর রহমানের স্বাস্থ্যের আশংকাজনক অবনতি ঘটায় এখানে গভীর উদ্বেগের সঞ্চার হইয়াছে।
মুক্তাগাছা থানা আওয়ামী লীগ সভাপতি মৌলভী ইয়াকুব আলী, সম্পাদক জনাব খন্দকার মালেক (মৌলিক গণতন্ত্রী), সহ-সম্পাদক শ্রী সুভাষ চন্দ্র রক্ষিত, থানা ন্যাপের আহবায়ক জনাব আবদুর রশীদ (মৌলিক গণতন্ত্রী), শ্রী পরেশ চন্দ্র সাহা সম্পাদক, জনাব খােদা বক্স এবং কাউন্সিল মুসলীম লীগ সহ-সভাপতি ডাঃ এ সামাদ অনতিবিলম্বে অসুস্থ নেতা শেখ মুজিবর রহমানের মুক্তির দাবী জানান।
পরিশেষে তাঁহারা দেশরক্ষা আইনে আটক সকল রাজবন্দীরও আশু এবং বিনাশর্তে মুক্তিদানের আবেদন জানান।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব