You dont have javascript enabled! Please enable it! 1966.06.28 | সকল রাজবন্দীর মুক্তি দাবী | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
২৮শে জুন ১৯৬৬

সকল রাজবন্দীর মুক্তি দাবী
(নিজস্ব বার্তা পরিবেশক)

গতকল্য (সােমবার) বৈকালে রাজারবাগ আওয়ামী লীগ কার্যকরী কমিটির এক সভা সিদ্ধেশ্বরীতে অনুষ্ঠিত হয়। সভায় ডাঃ রফিকউজ্জামান চৌধুরী সভাপতিত্ব করেন।
দেশের রাজনৈতিক পরিস্থিতি বিস্তারিত আলাপ-আলােচনার পর কতিপয় প্রস্তাব গৃহীত হয়। সভার প্রস্তাবে জরুরী অবস্থা প্রত্যাহার, শেখ মুজিবর রহমানসহ সকল রাজবন্দীর মুক্তি, নিউ নেশন প্রিন্টিং প্রেসের উপর হইতে বাজেয়াপ্তের আদেশ প্রত্যাহার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব