You dont have javascript enabled! Please enable it! 1966.06.08 | ছয় দফা সম্পর্কে ভারতীয় পত্রিকা | দৈনিক পাকিস্তান - সংগ্রামের নোটবুক

দৈনিক পাকিস্তান
৮ই জুলাই ১৯৬৬

ছয় দফা সম্পর্কে ভারতীয় পত্রিকা

রাওয়ালপিণ্ডি, ৭ই জুলাই (এপিপি)।-শেখ মুজিবর রহমানের ছয়দফা দাবীর সাথে যুক্তিসঙ্গত কারণেই ভারতের সম্পর্ক আছে। মুজিবর রহমান প্রতিরক্ষা, মুদ্রা, পররাষ্ট্র বিষয় ব্যতীত সকল বিষয়ে প্রাদেশিক স্বায়ত্তশাসন দাবী করিয়াছেন।
ভারতের জনসেবক পত্রিকার শকুন্তল সেন লিখিত এক প্রবন্ধে এই মন্তব্য করা হয়।
“পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন” শীর্ষক এই নিবন্ধে মিঃ সেন শেখ মুজিবর রহমানকে “পূর্ব পাকিস্তানের জাতীয়তাবাদী নেতা” আখ্যা দিয়াছেন।
তিনি লিখিয়াছেন, “পূর্ব পাকিস্তানের এই আন্দোলনের সাথে ভারতের যুক্তিসঙ্গত যােগাযােগ রহিয়াছে।”
প্রবন্ধে বলা হয়, “ভারতে এমন সব লােক আছেন, যাহারা মনে করেন, স্বায়ত্তশাসন অর্জনের পর পূর্ব পাকিস্তান স্বাধীনতা লাভের চেষ্টা করিবে।”
“আরও একদল অতি উৎসাহী লােকের ধারণা, পূর্ব পাকিস্তান ভারতীয় প্রজাতন্ত্রে যােগদানই পছন্দ করিবে।”
পরিশেষে মিঃ সেন লিখিয়াছেন, “পৃথিবীর অন্যান্য দেশের স্বাধীনতা সংগ্রামকে আমরা যে দৃষ্টিতে বিচার করি তেমন সহানুভূতির সাথেই পূর্ব পাকিস্তানের এই আন্দোলনকে বিচার করিতে হইবে। একটু বেশী সহানুভূতিশীল হওয়াই বাঞ্ছনীয়। কারণ প্রতিবেশী পূর্ব পাকিস্তানের সহিত অনেক ক্ষেত্রেই আমাদের মিল আছে।”

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব