You dont have javascript enabled! Please enable it! 1966.05.30 | শেখ মুজিবসহ আটক নেতাদের মুক্তি দাবী- তাসখেন্দ ঘােষণার পর দেশরক্ষা বিধি প্রয়োেগ বাঞ্ছনীয় নহে | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
৩০শে মে ১৯৬৬

শেখ মুজিবসহ আটক নেতাদের মুক্তি দাবী
তাসখেন্দ ঘােষণার পর দেশরক্ষা বিধি প্রয়োেগ বাঞ্ছনীয় নহে
(নিজস্ব সংবাদদাতা)

কিশােরগঞ্জ, ২৮শে মে। – সম্প্রতি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব আবদুল কুদ্দুসের সভাপতিত্বে কিশােরগঞ্জ মহকুমা আওয়ামী লীগ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সংগঠন, খাদ্য ও অন্যান্য নিত্যব্যবহার্য দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধগতি সম্পর্কে আলােচনা করা হয়। আওয়ামী লীগের বর্তমান নিয়মতান্ত্রিক আন্দোলনের সুবিধার্থ দলীয় তহবিল গঠনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সভায় পূর্ব পাক আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবর রহমানসহ অন্যান্য নেতার আশু মুক্তি দাবী ও ৬-দফা বাস্তবায়নের খাতিরে বৃহত্তর ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানানাে হয়। ইহাছাড়া সভায় দেশরক্ষা বিধি ও টেণ্ডপাতা অর্ডিন্যান্স প্রত্যাহার, খাদ্য ও দ্রব্যমূল্যের উর্ধগতি রােধ এবং প্রদেশে পূর্ণ রেশনিং প্রবর্তনের দাবী জানাইয়া প্রস্তাব গ্রহণ করা হয়।
সম্মেলনের অপর এক প্রস্তাবে কায়রাে বিমান দুর্ঘটনায় নিহত দৈনিক ইত্তেফাকের প্রধান সহকারী সম্পাদক মরহুম আহমেদুর রহমানসহ অন্যান্য সাংবাদিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব