You dont have javascript enabled! Please enable it! 1966.05.17 | শেখ মুজিবকে জেল হাসপাতালে স্থানান্তরের খবর ভিত্তিহীন | দৈনিক পয়গাম - সংগ্রামের নোটবুক

দৈনিক পয়গাম
১৭ই মে ১৯৬৬

শেখ মুজিবকে
জেল হাসপাতালে স্থানান্তরের খবর ভিত্তিহীন

ঢাকা, ১৬ই মে।-পাকিস্তান দেশরক্ষা আইনে আটক শেখ মুজিবর রহমানকে অসুস্থতার জন্য জেলা হাসপাতালে স্থানান্তরিত করার সংবাদটি ভিত্তিহীন বলিয়া অদ্য রাত্রে এখানে বিশ্বস্ত সূত্রে জানা গিয়াছে।
উক্ত সূত্রে বলা হয় যে, সম্প্রতি দেশরক্ষা আইনে ঢাকা সেন্ট্রাল জেলে আটক নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবর রহমানকে অসুস্থতার জন্য জেল হাসপাতালে প্রেরণ করা হইয়াছে বলিয়া কতিপয় সংবাদপত্রে যে সংবাদ প্রকাশিত হইয়াছে তাহা আদৌ সত্য নহে।
গত ১১ই মে শেখ মুজিবর রহমান পাকস্থলীতে বেদনার কথা প্রকাশ করিলে সঙ্গে সঙ্গে জেলখানার ডাক্তার ও সিভিল সার্জন তাঁহার চিকিৎসার্থ গমন করেন। তাহাদের রিপাের্ট হইতে জানা যায় যে, শেখ মুজিবরের অসুখ অত্যন্ত সাধারণ ধরনের ছিল এবং ওয়ার্ডেই তাঁহাকে চিকিৎসা করা হয়। কোন অবস্থায়ই তাহাকে হাসপাতালে প্রেরণের অবস্থা সৃষ্টি হয় নাই। বর্তমানে তিনি সম্পূর্ণভাবে সুস্থ আছেন।
গত রবিবার বিকালে বেগম মুজিবর রহমান জেলখানা অফিসে স্বামীর সহিত সাক্ষাৎ করেন বলিয়া জানা গিয়াছে।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব