দৈনিক ইত্তেফাক
১৮ই মে ১৯৬৬
শেখ মুজিবের জেল হাসপাতালে ভর্তির খবর অস্বীকার
গত সােমবার এ, পি, পি পরিবেশিত খবরে বলা হয় যে, দেশরক্ষা আইনে আটক আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমানকে জেল হাসপাতালে স্থানান্তর করা হয় নাই বলিয়া কর্তৃপক্ষীয় সূত্রে জানা গিয়াছে।
এই সূত্রের বরাত দিয়া এ, পি, পি বলেনঃ ঢাকা সেন্ট্রাল জেলে আটক শেখ মুজিবকে গুরুতর অসুস্থ অবস্থায় জেল হাসপাতালে ভর্তি করা হইয়াছে। বলিয়া সংবাদপত্রে যে খবর প্রকাশিত হইয়াছে উহা সত্য নহে। গত ১১ই মে শেখ মুজিব তাঁহার তলপেটে ব্যথা অনুভব করিতেছেন বলিয়া জানাইলে জেলের ডাক্তার এবং সিভিল সার্জন তাহাকে পরীক্ষা করিয়া দেখেন। ডাক্তারী রিপাের্টে বলা হয় যে, তাঁহার এই অসুস্থতা তেমন কিছু গুরুত্বপূর্ণ নহে। তাঁহাকে হাসপাতালে ভর্তি করার কোন প্রয়ােজনও দেখা দেয় নাই। শেখ মুজিবর রহমান বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন।
এই খবরে আরও বলা হয় যে, গত রবিবার বিকালে বেগম মুজিবর রহমান জেল অফিসে তাঁহার স্বামীর সহিত সাক্ষাৎ করেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব