দৈনিক ইত্তেফাক
১৮ই মে ১৯৬৬
নিউমার্কেট দোকান কর্মচারীদের সভায় শেখ মুজিবের মুক্তি দাবী
গত সােমবার নিউ মার্কেট দোকান কর্মচারীদের বার্ষিক সাধারণ সভায় পূর্ব পাকিস্তানের বীর সন্তান শেখ মুজিবের হয়রানির তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। সভায় শেখ সাহেবকে এদেশের লােকের একমাত্র মুখপাত্র বলিয়া অভিহিত করা হয়। সভায় শেখ মুজিব ও অন্যান্য রাজবন্দীর মুক্তি দাবীও করা হয়। নিউ মার্কেট দোকান কর্মচারী সমিতির বার্ষিক সাধারণ সভায় গৃহীত প্রস্তাবে নিউ মার্কেট দোকান কর্মচারীদের ন্যায্য সুযােগ-সুবিধা হইতে বঞ্চিত করা হইতেছে বলিয়া অভিযােগ করা হয়। প্রস্তাবে বলা হয় যে, কর্মচারীদের রাত্রি ১০/১১টা পর্যন্ত পরিশ্রম করিতে বাধ্য করা হইতেছে। দোকান কর্মচারীদের এই সভায় খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। খাদ্য পরিস্থিতির সমালােচনা করিয়া বর্তমান সংকটজনক পরিস্থিতিতে কর্মচারীদের অন্তর্বর্তীকালীন ভাতা মঞ্জুরের দাবী জানান হয়। সভায় ২২শে মে ‘খাদ্য দাবী দিবস উদযাপন করার সিদ্ধান্তের প্রতি অভিনন্দন জানান হয়।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব