You dont have javascript enabled! Please enable it! 1966.05.18 | গৌরীপুরের জনসভায় শেখ মুজিবের মুক্তি দাবী | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
১৮ই মে ১৯৬৬

গৌরীপুরের জনসভায় শেখ মুজিবের মুক্তি দাবী

গৌরীপুর (ময়মনসিংহ), ১৭ই মে (নিজস্ব সংবাদদাতা)।-সম্প্রতি গৌরীপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে বাজার ময়দানে আওয়ামী লীগের সভাপতি জনাব জামশেদ আলীর সভাপতিত্বে এক বিরাট প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সদর মহকুমা (উত্তর) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গৌরীপুর শহর আওয়ামী লীগের সভাপতি জনাব সাহেব আলী মিয়া, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব এম, এ, সামাদ, থানার সম্পাদক জনাব জমির উদ্দিন বক্তৃতা করেন।
উক্ত সভায় শেখ মুজিবসহ সকল আটক বন্দীর অবিলম্বে মুক্তি, জরুরী অবস্থা প্রত্যাহার, সমগ্র পূর্ব পাকিস্তানে পূর্ণ রেশনিং প্রথা চালুকরণ দাবী করা হয়। চাউলের মূল্য ৪০/৪২ টাকা হওয়ায় সভায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যমূল্য হ্রাস সার্টিফিকেট যােগে খাজনা আদায় বন্ধকরণ, লেভি প্রথা প্রত্যাহার করার দাবী জানাইয়াও প্রস্তাব গৃহীত হয়। অপর প্রস্তাবে গােলকপুরের ভাঙ্গা পুল ও ভালুকায়…. মেরামত করার জন্য জোর দাবী জানাইয়া অন্য একটি প্রস্তাব গৃহীত হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব