You dont have javascript enabled! Please enable it! 1966.05.14 | আজ পল্টনে জনসভা | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
১৪ই মে ১৯৬৬

আজ পল্টনে জনসভা
(ষ্টাফ রিপাের্টার)

পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি জনাব শেখ মুজিবর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দের গ্রেফতারের প্রতিবাদে আহূত প্রতিবাদ দিবসের কাৰ্য্যসূচী হিসাবে আজ শুক্রবার অপরাহ্ন ৪ ঘটিকায় পল্টন ময়দানে আওয়ামী লীগের উদ্যোগে একটি জনসভা অনুষ্ঠিত হইবে। প্রফেসর হাফেজ হাবিবুর রহমান সভায় সভাপতিত্ব করিবেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব