দৈনিক পাকিস্তান
১৩ই মে ১৯৬৬
অদ্য আওয়ামী লীগের উদ্যোগে জনসভা
(ষ্টাফ রিপাের্টার)
অদ্য শুক্রবার প্রদেশব্যাপী প্রতিবাদ দিবস উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে পল্টন ময়দানে এক জনসভা অনুষ্ঠিত হইবে। জনাব হাফেজ হাবিবুর রহমান সভায় সভাপতিত্ব করিবেন। মেসার্স জহিরুদ্দীন, আবদুল মােমেন, শামসুল হক প্রমুখ সভায় বক্তৃতা করিবেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব