You dont have javascript enabled! Please enable it! 1966.05.11 | গণতান্ত্রিক মহলে ক্ষোভের সঞ্চার- শেখ মুজিবসহ ধৃত আওয়ামী লীগ নেতাদের আশু মুক্তি দাবী | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
১১ই মে ১৯৬৬

গণতান্ত্রিক মহলে ক্ষোভের সঞ্চার
শেখ মুজিবসহ ধৃত আওয়ামী লীগ নেতাদের আশু মুক্তি দাবী
(নিজস্ব বার্তা পরিবেশক)

পাকিস্তান প্রতিরক্ষা আইনে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবর রহমান ও সম্ভাব্য আওয়ামী লীগ নেতার গ্রেফতারের ফলে সারাদেশে প্রচণ্ড বিক্ষোভের সৃষ্টি হইয়াছে। গতকাল মঙ্গলবার জাতীয় দিবসেও ঢাকার রাজপথে ধৃত আওয়ামী নেতাদের মুক্তি দাবী করিয়া ক্ষুদ্র ক্ষুদ্র বিক্ষোভ মিছিল বাহির হয়। পূর্ব পাকিস্তান শ্রমিক-যুবক প্রভৃতি গণ সংগঠনের নেতৃবৃন্দ ও গণতান্ত্রিক মহল এই গ্রেফতারে ক্ষোভ প্রকাশ করিয়া অবিলম্বে তাহাদের মুক্তি দাবী করেন।
পশ্চিম পাকিস্তান আওয়ামী লীগ দল হইতেও শেখ মুজিবর রহমান প্রমুখ আওয়ামী লীগ নেতার গ্রেফতারের নিন্দা করিয়া তাঁহাদের আশু মুক্তি দাবী করা হয়। পূর্ব পাকিস্তান কৃষক সমিতির সাধারণ সম্পাদক জনাব হাতেম আলী খান দেশরক্ষা আইনে রাজনৈতিক নেতৃবৃন্দের গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানাইয়া নিম্নলিখিত বিবৃতি প্রদান করিয়াছেনঃ
“পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমানসহ আরও কয়েকজন কর্মীকে পাকিস্তান সরকার অদ্য দুইদিনে আটক করিয়াছেন। অবশ্য বর্তমান সরকার অনুসৃত দমন নীতির প্রয়ােগ ইহাই প্রথম নয়। ন্যাশনাল আওয়ামী পার্টি ও কৃষক সমিতির শত শত কর্মী দীর্ঘদিন যাবৎ সরকারের এই নীতির ফলে অনেক নির্যাতন ও জেলযন্ত্রণা ভােগ করিতেছেন এবং প্রতি মাসেই কৃষক কর্মীদিগকে বিনা কারণে গ্রেফতার ও হয়রানি করা হইতেছে”।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব