You dont have javascript enabled! Please enable it! 1966.05.08 | আওয়ামী লীগ কার্যকরী কমিটির সভা | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
৮ই মে ১৯৬৬

আওয়ামী লীগ কার্যকরী কমিটির সভা
(স্টাফ রিপাের্টার)

দেশের বর্তমান খাদ্য পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা ও সাংগঠনিক কার্যাদি সম্পর্কে আলােচনার উদ্দেশ্যে অদ্য রবিবার সকালে সাড়ে আটটায় পূৰ্ব্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রধান জনাব শেখ মুজিবর রহমানের ধানমণ্ডিস্থ বাসভবনে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হইবে।
অদ্য রবিবার নারায়ণগঞ্জ আওয়ামী লীগ শাখার উদ্যোগে টাউন হল ময়দানে এক জনসভার আয়ােজন করা হইয়াছে।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব