You dont have javascript enabled! Please enable it! 1966.05.07 | শেখ মুজিবের সিলেট মামলা: ১৩ই ও ১৪ই জুন সাক্ষ্য গ্রহণ | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
৭ই মে ১৯৬৬

শেখ মুজিবের সিলেট মামলা
১৩ই ও ১৪ই জুন সাক্ষ্য গ্রহণ

সিলেট, ৬ই মে। -পাকিস্তান দণ্ডবিধির ১৫৩-ক ধারা, জননিরাপত্তা অর্ডিন্যান্সের ৭ (৩) ধারা এবং পাকিস্তান রক্ষা বিধির ৪৭(৫) ধারা মােতাবেক পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে আনীত মামলার ব্যাপারে তিনি আজ সিলেটের মহকুমা হাকিমের এজলাসে হাজির হন।
উক্ত মামলাসমূহ প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট খাজা আবদুল হালিমের আদালতে স্থানান্তর করা হয়। তিনি আগামী ১৩ ও ১৪ই জুন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। প্রসঙ্গক্রমে উল্লেখযােগ্য যে, শেখ সাহেব বর্তমানে জামিনে আছেন। ইতিপূর্বে সিলেটের দায়রা জজ তাহার জামিন মঞ্জুর করেন। আদালতে শেখ মুজিবর রহমানের পক্ষে এডভােকেট জনাব আবদুল হাই, জনাব জালাল উদ্দীন খান, জনাব হাবিবুর রহমান ও জনাব মােজাফফর আলী মােক্তার উপস্থিত ছিলেন।-পি,পি,এ

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব