You dont have javascript enabled! Please enable it! 1966.05.07 | আওয়ামী লীগে যােগদান | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
৭ই মে ১৯৬৬

আওয়ামী লীগে যােগদান
(ষ্টাফ রিপাের্টার)

লালবাগ (নবাবগঞ্জ) ইউনিয়ন ন্যাপের সাধারণ সম্পাদক জনাব আবুল কাসেম আরও ৪ জন বিশিষ্ট ন্যাপ কর্মীসহ আওয়ামী লীগে যােগদান। করিয়াছেন। আওয়ামী লীগে যােগদান প্রসঙ্গে সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে তাঁহারা বলেন যে, ৬-দফা দাবী আদায়ের দৃঢ়সংকল্প লইয়াই তাঁহারা আওয়ামী লীগে যােগদান করিয়াছেন। আওয়ামী লীগে যােগদানকারী ৪ জন ন্যাপ সদস্য হইলেন ঃ মেসার্স মােঃ হানিফ; আবদুর রশিদ; মােঃ আলাউদ্দীন এবং মােঃ সিদ্দিক।
ঘরে বসিয়া পত্রিকা মারফত বিবৃতি দিয়া রাজনীতি করার দিন শেষ হইয়াছে। জাতির দুর্দিনে চুপ করিয়া না থাকিয়া জনতার কাফেলায় যােগ দেওয়ার জন্যই তিনি আওয়ামী লীগে যােগদান করিতেছেন। আওয়ামী লীগের পতাকাতলে শেখ মুজিবর রহমানের নেতৃত্বে পূর্ণ আস্থা রাখিয়া দেশের এই দুর্দিনে কাজ করিয়া যাইবার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব