You dont have javascript enabled! Please enable it! 1966.05.02 | শেখ মুজিব নিপীড়িত জনগণের স্বার্থকেই তুলিয়া ধরিয়াছেন: করাচী আওয়ামী লীগ নেতা কর্তৃক সরকারী নীতির সমালােচনা | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
২রা মে ১৯৬৬

শেখ মুজিব নিপীড়িত জনগণের স্বার্থকেই তুলিয়া ধরিয়াছেন
করাচী আওয়ামী লীগ নেতা কর্তৃক সরকারী নীতির সমালােচনা

করাচী, ১লা মে। – করাচী প্রাদেশিক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আহসান আহমদ আলতামাশ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবর রহমানকে যেভাবে হয়রানী করা হইতেছে তাহার সমালােচনা করেন। তিনি বলেন যে, ইহাতে শাসক গােষ্ঠির দেউলিয়াপনাই প্রকাশিত হইয়াছে। জনাব আলতামাশ বলেন যে, এইভাবে আইনের শাসনকে হেয় করা হইতেছে। জনাব আলতামাশ জানিতে চাহেন যে, জনাব মুজিবর রহমান এমনকি করিয়াছেন যার জন্য শাসক-চক্র তার সঙ্গে এই ধরনের ব্যবহার করিতে পারেন?
তিনি বলেন যে, জনাব মুজিবর রহমানের একমাত্র অপরাধ হইতেছে এই যে, তিনি দেশের নিপীড়িত জনগণের স্বার্থকে তুলিয়া ধরিয়াছেন। করাচী আওয়ামী লীগ নেতা আরও বলেন যে, দেশের সম্মুখে বিদ্যমান জটিল সমস্যা সমাধানের জন্য ৬-দফা একটি আদর্শ ফর্মুলা। তিনি বলেন যে, শেখ মুজিবর রহমান পূর্ব পাকিস্তানের সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক দলের জনপ্রিয় নেতা এবং সারাদেশ তাঁহাকে সম্মান ও সমর্থন করে। উপসংহারে তিনি বলেন যে, ক্ষমতাসীন দলের তাঁহাকে একজন রাজনৈতিক নেতার প্রাপ্য সকল প্রকার সম্মান দেখানাে উচিত অন্যথায় তাহারা দেশে অবাঞ্ছিত নজীর স্থাপন করিবেন। – পি,পি,এ

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব