দৈনিক ইত্তেফাক
৪ঠা মে ১৯৬৬
ছয়-দফা কেন
লুন্দখাের
পেশােয়ার, ১লা মে।- পশ্চিম পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী খান গােলাম মােহাম্মদ খান লুলখাের গতকাল এখানে স্বীকার করেন যে, পূর্ব ও পশ্চিম পাকিস্তান আওয়ামী লীগ মহলের মধ্যে কিছুটা মতান্তর আছে। তবে তিনি বলেন, “শেখ মুজিবর রহমানের ৬-দফা কর্মসূচীর জন্য আমরা তাহার বিরুদ্ধে দেশের স্বার্থের পরিপন্থী কোন কাজে লিপ্ত থাকার অভিযােগ করা যাইতে পারে না।
এক সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন যে, দেশের বিভিন্ন সরকারের ভ্রান্তনীতির জন্যই পূর্ব পাকিস্তানে আজ স্বায়ত্তশাসনের দাবী উত্থিত হইতেছে।
তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন যে, পূর্ব পাকিস্তানী জনগণকে যদি জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ন্যায্য অংশ দেওয়া হইত এবং দেশে “পূর্ণ গণতন্ত্র” থাকিত তাহা হইলে আজ যে সকল দাবী-দাওয়া উল্লিখিত হইতেছে, তাহার প্রয়ােজনই হইত না। আওয়ামী লীগ নেতা বলেন যে, কেবল পূর্ব পাকিস্তানের জনগণেরই নহে, পশ্চিম পাকিস্তানের জনগণের সন্তুষ্টির জন্যও অতীতের ভুল-ভ্রান্তির সংশােধন এবং দেশে “পূর্ণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করিতে হইবে। – পি, পি, এ
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব