You dont have javascript enabled! Please enable it! 1966.04.18 | আওয়ামী লীগের জনসভা | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
১৮ই এপ্রিল ১৯৬৬

আওয়ামী লীগের জনসভা
(টেলিফোনযােগে প্রাপ্ত)

পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবর রহমান গতকাল (রবিবার) অপরাহ্নে খুলনার মিউনিসিপ্যাল পার্কে এক বিরাট জনসভায় বক্তৃতা করেন। খুলনা শহর আওয়ামী লীগের সভাপতি জনাব মােমিনউদ্দিন। আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজুদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক জনাব মীজানুর রহমান চৌধুরী এম, এন, এ; শ্রম সম্পাদক জনাব জহুর আহমদ চৌধুরী, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবদুল আজিজ, সাধারণ সম্পাদক জনাব মনসুর আলী, জনাব সালাহউদ্দিন ইউসুফ প্রমুখও বক্তৃতা করেন। সভায় যশােরের জনাব মশিহুর রহমানও উপস্থিত ছিলেন। মিউনিসিপ্যাল পার্কে অনুষ্ঠিত জনসভায় তিলধারণের স্থান ছিল না। স্থানাভাবে জনসাধারণ দালানের ছাদ, বারান্দা ও রাস্তায় দাঁড়াইয়া সভার বক্তাদের বক্তৃতা শ্রবণ করেন। প্রসঙ্গতঃ উল্লেখযােগ্য, ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি টেলিফোনে জানান যে, শেখ মুজিবর রহমানের বক্তৃতাসহ উক্ত জনসভার বিস্তারিত বিবরণ টেলিগ্রাম যােগে পাঠাইয়াছেন; কিন্তু গতকাল (রবিবার) গভীর রাত্রিতে এই রিপাের্ট লেখার সময় পর্যন্ত উক্ত টেলিগ্রাম ইত্তেফাক অফিসে পৌঁছায় নাই।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব